নেটফ্লিক্সের ‘খুফিয়া’য় অক্টোপাস বাঁধন
নেটফ্লিক্সের ‘খুফিয়া’ শিরোনামের যে সিনেমায় বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন কাজ করছেন, সেখানে তাঁর চরিত্রের নাম অক্টোপাস। আজ শনিবার টিজার প্রকাশের পর এমনটি জানা গেছে।
এক মিনিট ২৪ সেকেন্ডের সেই টিজারে দেখা গেছে, রহস্যে জড়ানো স্বরে সিগারেট ফুঁকতে ফুঁকতে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা বলিউডের গুণী অভিনেত্রী টাবু বর্ণনা করছেন, ‘ও যখন হাঁচি দিত, একসঙ্গে তিনটি। গলার হাড়ে যে একটি গর্ত থাকে, সেখানে ওর খুব সুন্দর একটি তিল ছিল। ওই রকম তিলের মতো আরেক জন ছিল আমাদের জীবনে। কিন্তু তার সম্পর্কে ধারণা না অক্টোপাসের ছিল, না আমার।’
টিজারে টাবু যাঁকে অক্টোপাস বলে সম্বোধন করেছেন, তিনি আজমেরী হক বাঁধন।
উচ্ছ্বসিত বাঁধন বলেন, ‘টাবু আমার ক্যারেক্টারের বর্ণনা দিচ্ছেন, এটা তো আমার জন্য অনেক আনন্দের বিষয়। এখানে আমার স্ক্রিনটাইম অত বেশি না। কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটি চরিত্র।’
সিনেমাটি অমর ভূষণের ‘এসকেপ টু নোহোয়ার’ বইয়ের গল্প অবলম্বনে। যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা (র), ভারতের বাইরের গোয়েন্দা সংস্থা এবং ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে থাকা সত্ত্বেও একজন যুগ্ম সচিব কীভাবে অদৃশ্য হয়ে যায়, সেই গল্প নিয়ে।
টাবু ও বাঁধন ছাড়াও অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী, আলি ফজল প্রমুখ। শিগগিরই সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।