পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে বাঁধনের জন্য
তারকারা সাধারণত রাখঢাক রেখেই কথা বলেন। আর সেখানে যদি হন নায়িকা, তাহলে তো আর কোনও শব্দই নেই! তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিগত বছর প্রসঙ্গে নানান কথা বলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। সেখানে কথা বলেছেন নিজের বিয়ে প্রসঙ্গে।
এই মুহূর্তে একজন সিংগেল মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন বাঁধন। একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছে তার জীবন। অভিনেত্রীর শূন্যতাটা কোথায় তা অন্তত বুঝতে বাকি থাকার কথা না। এছাড়াও তার মেয়েও চান, তার মায়ের জন্য একজন উপযুক্ত জীবনসঙ্গী আসুক।
চাইলেই হুট করেই কাউকে নিজের জীবনে জায়গা দেবেন না বাঁধন। তাই সময় নিচ্ছেন তিনি। নতুন বছরেও জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বাঁধন বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তাহলে বলব পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে; মনের মতো পাত্র পেলে বিয়ে করব। আমার ভক্ত-অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক।’
এর আগে ২০২১ নভেম্বরে বিয়ে প্রসঙ্গে বাঁধন বলেছিলেন, আমাকে নিতে পারা দেশের পুরুষদের জন্য কঠিন। নায়িকার ভাষ্যে সেটা এমন, ‘আমি যে মানসিক অবস্থায় আছি, সেখান থেকে আমার জন্য এটা কঠিন। আমাকে নিতে পারাও আমাদের দেশের প্রেক্ষাপটে দেশের পুরুষদের জন্য কঠিন হবে।’
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর বসছে নতুন বছরের শুরুতেই। আগামী ১১ জানুয়ারি থেকে ৯ দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে ৭৫ দেশের প্রায় ২৫০টি সিনেমা। সেই উৎসবের জুরিবোর্ডের দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও আজমেরী হক বাঁধন।