প্রীতি জিনতার ওয়েব সিরিজে হৃতিক রোশন
ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের জন্য ওয়েব সিরিজ প্রযোজনা করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। সিরিজটি পরিচালনা করবেন লেখক থেকে পরিচালক বনে যাওয়া সন্দীপ মোদি।
বলিউডভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, প্রীতি জিনতার এই ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু বলিউড সুপারস্টার হৃতিক রোশন। নিজের প্রথম ডিজিটাল প্রযোজনার জন্য হৃতিকের দিকে ঝুঁকবেন, সেটাই স্বাভাবিক।
একটি সূত্র গণমাধ্যমটিকে জানিয়েছে, “প্রীতি তাঁর বন্ধু দুগ্গুকে (হৃতিক) ভেবেছেন; কারণ, তিনি এই চরিত্রের জন্য নিখুঁত। প্রখ্যাত লেখক জন লে ক্যারের উপন্যাস ‘দি নাইট ম্যানেজার’-এর ভারতীয় সংস্করণ প্রযোজনা করছেন প্রীতি। চরিত্রটি বেশ জটিল এবং বহু-স্তরযুক্ত। হৃতিক সঙ্গে সঙ্গেই ‘হ্যাঁ’ বলে দিয়েছেন।”
প্রতিবেদনে আরো জানানো হয়েছে, এই সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে যাচ্ছেন হৃতিক, একই সঙ্গে প্রযোজক হিসেবে আবির্ভূত হচ্ছেন প্রীতি জিনতা।
গেল বছরের সেপ্টেম্বরে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছিল, এই সিরিজে অভিনয়ের জন্য হৃতিক রোশনকে ৮০ কোটি রুপির প্রস্তাব দিয়েছে হটস্টার।