প্রেমিক-প্রেমিকা বেশে ইমরান-পড়শী
১০ বছরের ক্যারিয়ারে দুজনের অডিও গানের সংখ্যা অনেক। তবে ভিডিও মাত্র দুটি! একটি ২০১৩ সালে, অন্যটি ২০১৯ সালে। প্রায় দুই বছর পর ফের তাঁরা দাঁড়ালেন ক্যামেরার সামনে, প্রেমিক-প্রেমিকার বেশে।
গানের নাম ‘এক দেখায়’। লিখেছেন স্নেহাশীষ ঘোষ। পড়শীকে নিয়ে গাওয়ার পাশাপাশি সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল নিজেই। আর ভিডিও নির্মাণ করলেন সৈকত রেজা।
ভিডিওটির জন্য ইমরান-পড়শীকে ছুটতে হয়েছে ঢাকা থেকে সুনামগঞ্জ। সেখানে একদিনের শুটিং শেষ করে গেছেন ময়মনসিংহে। উদ্দেশ্য একটাই, নৈসর্গিক লোকেশনে ইমরান-পড়শীর রোমান্টিক রসায়ন তুলে আনা।
ইমরান বলেন, ‘এটি নিয়ে আমাদের তৃতীয় মিউজিক ভিডিও হচ্ছে। সংখ্যাটা খুব কম। তবে আগের দুটো গানের সফলতা অনেক। সেজন্যই অনেক সময় নিয়ে নতুন কাজটি করা। এই ঈদে আমাদের ভক্তদের জন্য এটা বিশেষ উপহার।’
অনেক দিন ধরেই মৌলিক গানে নেই পড়শী। বলা যায়, এই গানটি দিয়ে তিনি আবার ফিরছেন স্বরূপে। বলেন, ‘অনেক দিন বিরতির পর আবারও আমরা একসঙ্গে গান করলাম। গানটি আসছে ভিডিওসহ। আশা করি, সবার ভালো লাগবে।’
‘এক দেখায়’ গানচিত্রটি প্রকাশ পাচ্ছে আগামী সপ্তাহে সিএমভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

বিনোদন ডেস্ক