‘বাংলাদেশ থেকে এসেছি বলায় অমিতাভ বচ্চন বাংলাতেই কথা বললেন’
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, মহেশ ভাট শত্রুঘ্ন সিনহা, কুমার শানুর, রানী মুখার্জি, অরিজিৎ সিংদের সঙ্গে একই মঞ্চে ছিলেন চঞ্চল চৌধুরী।
আয়োজনে চঞ্চল চৌধুরীর সেলফিতে দেখা গেছে শাহরুখ খানকে। অন্তর্জালে সেই ছবি নিয়ে চলছে আলোচনা।
এই ছবি তোলার পিছনের গল্পে চঞ্চল চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘অনুষ্ঠান শেষে একে অন্যের সঙ্গে ছবি তোলার পর্ব চলছিল। অমিতাভ বচ্চনের সঙ্গে তখন কথা বলার সুযোগ হলো। বললাম, বাংলাদেশ থেকে এসেছি। উনিও বাংলাতেই আমার সঙ্গে কথা বললেন। উনি খুব হাসিমুখে আমার সঙ্গে ছবি তুললেন। শাহরুখ খানের সঙ্গেও একইভাবে কথা হলো। ওই রকম আলাদা ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি।’
চঞ্চল চৌধুরী আরও জানিয়েছেন, ‘‘মমতা ব্যানার্জি উদ্বোধনী অনুষ্ঠানের বেশ আগেই এসেছিলেন। উনার সঙ্গে কথা হলো। তিনি ব্যক্তিগতভাবে আমাকে চেনেন। সে কথা তিনি বললেনও, আমার বাবা অসুস্থ, উনি সেটাও শুনেছেন। বললেন, ‘শুনেছি, আপনি আসতে চাইছিলেন না। তার পরও এলেন, খুব খুশি হয়েছি বিশেষ এই দিনে আমাদের সঙ্গে আছেন। ’ বুম্বাদা (প্রসেনজিৎ) আমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন এই বলে, ‘চঞ্চল, বাংলাদেশ থেকে এসেছে। খুব ভালো অভিনেতা। আমার খুব প্রিয়।’’