যেদিন যাব, আমাকে টিক দিয়ে রাখবেন : এ টি এম শামসুজ্জামান
বরেণ্য চলচ্চিত্র অভিনেতা এ টি এম শামসুজ্জামানের মৃত্যু নিয়ে একটিই দর্শন ছিল, সেটা ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের। গেল বছরের সেপ্টেম্বরে এনটিভি অনলাইনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানিয়েছিলেন কিংবদন্তি এই অভিনেতা।
এ টি এম শামসুজ্জামান বলেছিলেন, ‘মৃত্যু নিয়ে আমার দর্শন একটাই আমি যাওয়ার জন্য প্রস্তুত। জীবনের আগুনে দুহাত তপ্ত করেছি। আগুন নিভে যাচ্ছে। আমি তৈরি যাবার জন্য। বার্ট্রান্ড রাসেলের কথা এটা।’
সেই সাক্ষাৎকারে দর্শককে এই অভিনেতা বলে গিয়েছিলেন, ‘আমি চিরদিন থাকব না, আমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। আমাকে যদি আপনারা আমার মৃত্যুর পরও স্মরণ করেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকব। আমি না থাকি, আমার আত্মা থাকবে। আপনাদের কাছে আমি এইটুকু আশা করি, আমি দুনিয়া থেকে চলে গেলেও আপনারা আমাকে ভুলে... আপনারা আমাকে মনে রেখেছেন... আমি যেদিন যাব, যদি পারেন, সেদিন আমাকে টিক দিয়ে রাখবেন।’
আজ শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে নিজ বাসায় মারা যান এ টি এম শামসুজ্জামান (৮০)। অভিনেতার ছোট ভাই সালেহ জামান সেলিম এনটিভি অনলাইনকে জানিয়েছেন, তাঁর মরদেহ নারিন্দার পীর সাহেব বাড়ি মাজারে নেওয়া হবে। বাদ জোহর পুরান ঢাকার সূত্রাপুর জামে মসজিদে তাঁর জানাজা হবে। তারপর রাজধানীর জুরাইন কবরস্থানকে দাফন করা হবে এ টি এম শামসুজ্জামানকে। এর আগে শারীরিক জটিলতা নিয়ে বিভিন্ন সময় হাসপাতালে ভর্তি ছিলেন জনপ্রিয় এ অভিনেতা।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা এ টি এম শামসুজ্জামান ছিলেন একাধারে পরিচালক, কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার। অভিনয়ের জন্য একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।