ভালোবাসা দিবসে সালমার ‘মন মাঝি’
সালমা-ভক্তদের জন্য অপেক্ষা করছে দারুণ খুশির খবর। প্রায় এক বছর পর এই তারকার গানের অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে আগামী ভালোবাসা দিবসে।
অ্যালবামটির নাম ‘মন মাঝি’। তিনটি ভিন্ন ধাঁচের গান নিয়ে সাজানো এই অ্যালবাম প্রকাশ হবে আগামী ভালোবাসা দিবসে।
এ প্রসঙ্গে সালমা বলেন, ‘দর্শকের ভালোবাসায় আমি সালমা হয়েছি। নতুন নতুন গান দিয়ে আমি সবার মাঝে বেঁচে থাকতে চাই। তারই ধারাবাহিকতায় এখন একটি অ্যালবামের কাজ করছি। বর্তমানে গানগুলোর কাজ প্রায় শেষ। সামান্য কিছু কাজ বাকি। সেটাও এই সপ্তাহে শেষ করার ইচ্ছে আছে।’
জনপ্রিয় এই ক্লোজআপ তারকা বলেন, ‘এক বছর পর আমার অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। এটি ১১তম একক অ্যালবাম। আশা করছি, এই অ্যালবামের গানগুলো ভালোবাসা দিবসে ভিন্নমাত্রা যোগ করবে।’
অ্যালবামে থাকবে ‘মন মাঝি’, ‘দরদ’ ও ‘কে যে যখন’ শিরোনামের তিনটি গান। গানগুলো লিখেছেন জাহিদ আকবর, মাহমুদ মানজুর ও জিয়াউদ্দিন আলম। সুর-সংগীত করেছেন নাজির মাহমুদ, রেজয়ান শেখ ও মুশফিক লিটু।
‘মন মাঝি’ অ্যালবামটি প্রকাশ পাবে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। সালমার ইচ্ছে আছে আছে, এই অ্যালবামের যেকোনো একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা।
এদিকে সালমা বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্টেজ শো নিয়ে। সম্প্রতি খুলনা, দোহার ও টাঙ্গাইলে তিনটি শো শেষ করে এখন ঢাকাতেই আছেন।

মাজহার বাবু