ভালোবাসা দিবসে আর্শিনা প্রিয়ার মিউজিক ভিডিও
কোরিওগ্রাফার, চলচ্চিত্র অভিনেত্রী ও সংগীতশিল্পী আর্শিনা প্রিয়া প্রথম অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছেন। ‘আমি এক রূপকুমারী আর্শিনা প্রিয়া’(এপি) শিরোনামে গানটির শুটিং শেষ হয়েছে গতকাল বিএফডিসি ৩ নম্বর ফ্লোরে।
আর্শিনা প্রিয়া পেশাগত কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করেন। তবে সুযোগ পেলেই ছুটে আসেন বাংলাদেশে। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তাঁর দুবর্লতা। এ জন্য সব ব্যস্ততার মধ্যে অনিয়মিত হলেও গানের চর্চা করে যান তিনি। পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছেন প্রিয়া। আগামী ২৯ জানুয়ারি রাজধানীর একটি রেস্তোরাঁয় আর্শিনা প্রিয়ার প্রথম একক অ্যালবাম ‘এপি’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।
‘এপি’র টাইটেল ‘আমি এক রূপকুমারী আর্শিনা প্রিয়া’ শিরোনামের মিউজিক ভিডিওর কাজ শুরু করেন গত ঈদুল আজহায়। হঠাৎ গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার কারণে মানসিক অবস্থা ভালো ছিল না বলে কাজটি বন্ধ করে বিদেশে পাড়ি জমান তিনি।
বিগ বাজেটের এ মিউজিক ভিডিওতে প্রিয়ার বিপরীতে দেখা যাবে আলোচিত মডেল ও চিত্রনায়ক সাঞ্জু জনকে। এতে আরো দেখা যাবে ঈগল ড্যান্স কোম্পানির একঝাঁক নৃত্যশিল্পীকে। ‘আমি এক রূপকুমারী আর্শিনা প্রিয়া’ গানটি লিখেছেন জিয়া উদ্দিন আলম। সুর ও সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন চন্দন রায়। এ গানের কোরিওগ্রাফি করছেন আর্শিনা নিজেই। আসন্ন বিশ্ব ভালোবাসা দিবসে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে আর্শিনা প্রিয়ার ইউটিউব চ্যানেলে।
এ প্রসঙ্গে আর্শিনা প্রিয়া বলেন, “আমি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকি। মিডিয়ার প্রতি ভালোবাসার কারণে মাঝেমধ্যে দেশে আসা হয়। এ সময় চেষ্টা করি দর্শকদের জন্য কিছু উপহার দেওয়ার। সেই প্রয়াস থেকেই এবার আমার নতুন গানের অ্যালবাম। ‘এপি’-এর টাইটেল গানের মিউজিক ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছি।”
আর্শিনা আরো বলেন, ‘গানটিতে দর্শক আমাকে নতুন রূপে দেখবেন। গানটির কোরিওগ্রাফি আমি নিজেই করছি। ভালো মানের একটি মিউজিক ভিডিও দর্শকদের উপহার দিতে পারব বলে আশা করছি।’
নায়ক বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ সিনেমায় ‘পিচকারী’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করে প্রশংসিত হন আর্শিনা। একই ছবিতে তিনি প্রথম প্লে-ব্যাক করেন ইমন সাহার সুরে, কিশোরের সঙ্গে।

মাজহার বাবু