‘সোনা বন্ধু’ নিয়ে ফিরছেন পপি
টানা ছয় দিন শুটিংয়ের মাধ্যমে গতকাল ১১ জুন বৃহস্পতিবার টাঙ্গাইলে শেষ হয়েছে ‘সোনা বন্ধু’ ছবির প্রথম লটের শুটিং। গত ৮ জুন শুটিং শুরু করেছিলেন পরিচালক জাহাঙ্গীর সুমন।
এই সিনেমায় অভিনয় করেছেন নায়িকা পপি ও পরীমনি। এর মাধ্যমে দীর্ঘদিন পর আবারো চলচ্চিত্রের শুটিং করলেন চিত্রনায়িকা পপি। পপি ও পরীমনির বিপরীতে ‘সোনা বন্ধু’ ছবিতে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটছে জাহাঙ্গীর সুমনের।
ছবিটি সম্পর্কে চিত্রনায়িকা পপি বলেন, ‘এটা একটা মৌলিক গল্পের ছবি। গ্রামের পটভূমিতে গল্প। অনেক দিন পর এমন একটা গল্প পেয়ে ছবিটিতে অভিনয় করছি। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে।’
ইদানীং ছবিতে কেন কাজ কম করছেন—এমন প্রশ্নের উত্তরে পপি বলেন, ‘প্রায় প্রতিদিনই নতুন ছবির প্রস্তাব আসে। কিন্তু আমি অভিনয় করার মতো ছবি পাচ্ছি না। দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে কাজ করছি। দর্শকেরও আমার প্রতি একটা চাহিদা তৈরি হয়েছে। আমি যেকোনো ছবিতে কাজ করলে সেটা দর্শক মেনে নেবে না। যে কারণে অনেক বেছে বেছে কাজ করতে হয়।’
ছবির আরেক নায়িকা পরীমনি বলেন, ‘সোনা বন্ধু একটি কাহিনীনির্ভর সিনেমা। এ সিনেমায় ডি এ তায়েবের মতোই একজন হিরো দরকার। সেখানে শাকিব খান বা তাঁর মতো গ্ল্যামারাস কাউকে নিলে চলবে না।’
পরীমনি আরো বলেন, ‘সুমন ভাইয়ের অনেক নাটক দেখেছি। আমার কাছে সেগুলো ভালো লেগেছে। সিনেমার শুটিং করতে এসে দেখি, তিনি নাটকের সুমন ভাই নন। আমার কাছে মনে হচ্ছে, তিনি পুরোপুরি একজন সিনেমার পরিচালক। তাঁর কাজ দেখে আমি মুগ্ধ।’
সিনেমা প্রসঙ্গে ডি এ তায়েব বলেন, ‘গত ৬ জুন থেকে টাঙ্গাইলে প্রথম লটের শুটিং শুরু করেছি। গতকাল ১১ জুন পর্যন্ত শুটিং শেষ হয়েছে। এটি ফোক ধাঁচের সিনেমা।’
এ সিনেমায় ডি এ তায়েবকে একজন বাউলের চরিত্রে দেখা যাবে। তিনি লালনের গান করেন। এ ছাড়া এতে অভিনয় করছেন আনোয়ারা, পপিসহ আরো অনেকে। শুভ টেলিফিল্মসের ব্যানারে নির্মিতব্য এ সিনেমার চিত্রনাট্য করেছেন ম ম রুবেল। সিনেমার বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, মমতাজ, সালমাসহ আরো অনেকে।

মাজহার বাবু