শাকিবের শিডিউল নেই রাফীর হাতে, হচ্ছে না ‘তুফান ২’?
শাকিব খান অভিনীত রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ মুক্তি পেয়েছিল ২০২৪ সালে। মুক্তির পর দেশ-বিদেশে আলোচনার জন্ম দেয় কাজটি। সেই ধারাবাহিকতায় দর্শকদের মধ্যে ‘তুফান ২’ নিয়ে আগ্রহ তৈরি হয়।
এই আগ্রহের মধ্যেই সম্প্রতি একটি পডকাস্টে পরিচালক রায়হান রাফী জানান, ২০২৭ সালেই ‘তুফান ২’ আসবে এবং চলতি বছরেই শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। তার সেই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, ‘তুফান ২’ নিয়ে শাকিব খান ও রায়হান রাফীর মধ্যে বাস্তবে কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, রাফীর বক্তব্য বাস্তবতার সঙ্গে মিলছে না। শাকিব খান বর্তমানে যে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে অন্যান্য নতুন কাজ নিয়ে কথা বলছেন, সেখানে রায়হান রাফীর নাম নেই।
শাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে , ২০২৬ ও ২০২৭ সালের জন্য রায়হান রাফীকে কোনো শিডিউল দেননি এই অভিনেতা। দেশের অন্যান্য নির্মাতাদের সঙ্গে নতুন কাজ নিয়ে আলোচনা চললেও সেই তালিকায় নেই রাফী। ফলে আপাতত ‘তুফান ২’ বাস্তবায়নের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
উল্লেখ্য, ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ দিয়ে নতুন এক ধরণের উপস্থাপনায় হাজির হন শাকিব খান। সেই কাজের পর সামনে আরও কয়েকজন নতুন নির্মাতার সঙ্গে প্রি-প্রডাকশনে যুক্ত হওয়ার কথা শোনা যাচ্ছে। তবে সেই সম্ভাব্য তালিকাতেও রায়হান রাফীর নাম নেই বলেই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিনোদন ডেস্ক