বিয়ে না করেই বাবা হলেন করণ!

বলিউডের প্রযোজক ও অভিনেতা করণ জোহর একটি ছেলেসন্তান ও একটি মেয়েসন্তানের বাবা হয়েছেন। তবে এই যমজ সন্তানের বাবা হতে তাঁকে বিয়ে করতে হয়নি। শুধু সারোগেসি (অন্যের গর্ভে নিজের সন্তান হওয়ানো) করতে হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পাবলিক হেলথ ডিপার্টমেন্ট করণের সন্তানের জন্মনিবন্ধন করেছে। বিএমসির নির্বাহী স্বাস্থ্য কর্মকর্তা ড. পদ্মজা কেসকার বলেন, ‘শুক্রবার এই জন্মনিবন্ধন করা হয়েছে।’
ভারতের পশ্চিম আন্ধেরির মাসরানি হাসপাতালে করণের সন্তানদের জন্ম হয়। যদিও বিএমসির রিপোর্টে সন্তানদের মায়ের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে এই সন্তানদের বাবা যে করণ জোহর, সেটা এই নিবন্ধনই প্রমাণ করছে।
আজ রোববার সকাল ৯টা ৪২ মিনিটে করণ জোহর তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুই সন্তানের বাবা হওয়ার কথা জানিয়ে পোস্ট করেছেন। এই পোস্টে তিনি দুই সন্তানের নাম রুহি ও যশ রেখেছেন বলেও জানান। পোস্টে সৃষ্টিকর্তা, সন্তানদের সারোগেট মা, নিজের মা ও ডাক্তারকে ধন্যবাদ জানিয়েছেন এই পরিচালক।
শাহরুখ খানসহ বলিউডের অনেক তারকা সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা-মা হয়েছেন। কিং খানের ছোট ছেলে আবরামও সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ করেছে। গত বছর অভিনেতা তুষার কাপুরও সারোগেসির মাধ্যমে ছেলেসন্তানের বাবা হয়েছেন।