শুভ হয়ে উঠছেন মূলধারার নায়ক
বাংলাদেশি চলচ্চিত্রের প্রাণকেন্দ্র এফডিসিতে এখন আলোচনায় উঠে এসেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এর আগে টিভি মিডিয়া থেকে চলচ্চিত্রে এসে কিছু ছবিতে কাজ করলেও রুপালি জগতে এভাবে নিজের জায়গা তৈরি করতে পারেননি কেউ। আরিফিন শুভ মাত্র পাঁচ বছরের ক্যারিয়ারে নায়ক শাকিব খানের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন, নিজের নামের সঙ্গে ‘চিত্রনায়ক’ শব্দটিও যুক্ত করেছেন। এর আগে যাঁরা কাজ করেছেন, তাঁদের নামের আগে মডেল-অভিনেতা লেখা হলেও আরিফিন শুভর নামের আগে যুক্ত হচ্ছে চিত্রনায়ক তকমা। মূলধারার পরিচালকরাও তাঁকে নিয়ে কাজ শুরু করেছেন। এমনকি যাঁরা নায়ক শাকিব খান ছাড়া ছবি নির্মাণ করতেন না, তাঁরাও এখন আরিফিন শুভকে নিয়ে কাজ করছেন।
সোহেল আরমান পরিচালিত দ্বিতীয় ছবি ‘ভ্রমর’-এ কাজ করার ব্যাপারে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। চুক্তিবদ্ধ হয়েছেন ওয়াজেদ আলী সুমনের ‘দরদিয়া’ এবং মনতাজুর রহমান আকবরের ‘মিশন কক্সবাজার’ ছবিগুলোর সঙ্গেও। পরিচালক এফ আই মানিকের ছবিতেও অভিনয় করতে যাচ্ছেন তিনি, এরই মধ্যে আলোচনা সম্পন্ন হয়েছে। আর বর্তমানে শুভ কাজ করছেন মূলধারার পরিচালক সোহানুর রহমান সোহানের ‘জেদী’ ছবিতে। এর পাশাপাশি আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ ছবির শুটিংও করছেন তিনি।

আরিফিন শুভ মডেলিং দিয়ে যাত্রা শুরু করে পরে টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে নির্মাতা ও দর্শকের দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তী সময়ে চলচ্চিত্রের জন্য নিজেকে তৈরি করে চলচ্চিত্রে কাজ শুরু করেন শুভ। বর্তমানে প্রধান নায়কদের সঙ্গে এক সারিতে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।
২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘হ্যাঁ/না’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় তার যাত্রা শুরু। ২০০৮ সালে ‘ইজ ইকুয়াল টু’ ধারাবাহিকে অভিনয় করে তিনি নিজের অবস্থান আরেকটু পোক্ত করেন। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘জাগো’ সিনেমায় অন্যতম প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর চলচ্চিত্র যাত্রা শুরু হয়। ‘জাগো’ ছবির পর শুভ অভিনীত ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পায়। এই ছবির পরে তিনি বেশ কিছুদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। এ সময় তিনি ছোটপর্দায় অভিনয় করেন। এর পর ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি পুনরায় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

শুভর চতুর্থ চলচ্চিত্র ‘কিস্তিমাত’। রোমান্টিক অ্যাকশন ধাঁচের এই ছবি পরিচালনা করেছেন পরিচালক আশিকুর রহমান। পঞ্চম মুক্তিপ্রাপ্ত ছবি ‘তারকাটা’, রোমান্টিক অ্যাকশন এই ছবি পরিচালনা করেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ষষ্ঠ মুক্তিপ্রাপ্ত ছবি ‘অগ্নি’তে শুভ ছিলেন বডিগার্ড। অ্যাকশনধর্মী এই ছবি পরিচালনা করেছেন পরিচালক ইফতেখার চৌধুরী।
‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি শুভর সপ্তম চলচ্চিত্র, এখানে সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেন তিনি। এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ওয়ার্নিং’-এ অপহরণকারীর চরিত্রে দেখা গেছে শুভকে।
যেভাবে বাংলাদেশি চলচ্চিত্রে প্রযোজক ও নির্মাতারা শুভকে নায়ক হিসেবে কাস্ট করছেন, তাতে বলাই যায়, সামনে শুভদিন অপেক্ষা করছে আরিফিন শুভর জন্য।

মাজহার বাবু