প্রতিদিনই সংগীত দিবস : সুবীর নন্দী
আজ বিশ্ব সংগীত দিবস। দিবসটি উপলক্ষে সংগীতবিষয়ক ও ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী।
সংগীত দিবস উপলক্ষে বিশেষ কোন পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, কোনো পরিকল্পনা নেই। আমি সব সময় গান শুনি। আজও সকাল থেকে তারা মিউজিকে গান শুনছি।আমার কাছে মনে হয়, প্রতিদিনই সংগীত দিবস। আমি শুধু বলব, আমাদের দেশের সংগীত নিয়ে এখন ভাবা উচিত। দেশের সংগীতের অবস্থান এখন কোথায়? অডিও বাজার এখন ধ্বংস হতে চলছে।’
সুবীর নন্দী আরো যোগ করেন, ‘সব দেশেই পাইরেসি আছে। এখন ওই প্রযুক্তি চিন্তা করতে হবে যে, সিডি থেকে গান যেন কপি করা না যায়। শুধু আইন করে পাইরেসি বন্ধ করা যাবে না। সবার মধ্যে বোধ তৈরি হতে হবে। কারণ পাইরেসি শ্রোতাদের সৃষ্টি। অডিও বাজারের কথা চিন্তা করে এখন কোনো শিল্পী অ্যালবাম বের করে বেঁচে থাকতে পারবে না। এখন আমরা নিজেরা টাকা খরচ করে অ্যালবাম বের করে গান ফেরি করি। কিন্তু প্রশ্ন হলো আমরা কেন গান ফেরি করব? আমাদের আগের প্রজন্মের শিল্পীরা তো গান ফেরি করেননি। তাঁদের অবস্থান তো অনেক ভালো ছিল।’
দেশীয় চ্যানেলগুলোতে সংগীতবিষয়ক অনুষ্ঠান কেমন হচ্ছে প্রশ্ন করা হলে সুবীর নন্দী বলেন, ‘এখনকার সময়ে চ্যানেলগুলোতে নতুনদের বেশি গুরুত্ব দেওয়া হয়। আমিও নতুনদের সবসময় স্বাগত জানাই। তবে যাঁরা কাজ করে গেছেন এবং করছেন তাঁদের কথাও নতুন করে ভাবতে হবে। আমাদের গানের চ্যানেল একটাই। সাহস করে তারা যে উদ্যোগটা নিয়েছে এ জন্য আমি তাদের সাধুবাদ জানাই। ভবিষ্যতে আমি আশা করব চ্যানেলগুলো সারা দিনব্যাপী এমন অনুষ্ঠান প্রচার করবে যা দেখে দর্শকশ্রোতারা যেন বিরক্ত না হয়। অনুষ্ঠানগুলো যেন একঘেয়ে না হয়। টিভি তো এক ধরনের শ্রোতা-দর্শকরা দেখে না। সব বয়সী শ্রোতা-দর্শকরা দেখে। শিশুদের উপযোগী গানের অনুষ্ঠানও নির্মাণ করতে হবে। তারা মিউজিক চ্যানেলে ২৪ ঘণ্টা গানের অনুষ্ঠান প্রচার করা হয়। তাদের এক ধরনের নিজস্বতা আছে। আমি বলছি না তারা মিউজিককে আমাদের অনুকরণ করতে হবে। হয়তো সেই চ্যানেলটি দেখে আমরা অনুপ্রাণিত হতে পারি। আমার বিশ্বাস সময়ের বিবর্তনে আমাদের দেশের অনেক কিছু পরিবর্তিত হবে।’
চলতি বছরে নতুন আধুনিক গানের একটি অ্যালবাম বের করবেন সুবীর নন্দী। অ্যালবামে মোট আটটি গান থাকবে। অ্যালাবামের সব গান লিখেছেন মোয়াজ্জেম হোসেন ফিরোজ এবং সুর করেছেন গোলাম সারোয়ার। নাম ঠিক না হওয়া এই অ্যালবামে শ্রোতারা একটু ভিন্ন ঢঙের গান পাবেন বলেন জানান সুবীর নন্দী।

নাইস নূর