ফেয়ারনেস ক্রিম বর্ণবাদী : আনুশকা
প্রয়াত রাষ্ট্রপতির নামের বানান বিভ্রাটে বেশ সমালোচনায় পড়েছেন আনুশকা শর্মা। পরে সেই টুইট মুছে দিয়েছেন, নিজের ভুল স্বীকারও করেছেন। তবে সমালোচকরা অন্য একটি বিষয়ে আনুশকার প্রশংসা করতেই পারেন। মিসমালিনীর খবরে পাওয়া গেল, ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের সম্পূর্ণ বিপক্ষে অবস্থান নিয়েছেন এই বলিউড অভিনেত্রী।
রং ফর্সা করা ক্রিমের বিজ্ঞাপনের বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছিলেন আরেক বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কারণ হিসেবে জানিয়েছিলেন, তিনি এই আইডিয়ায় বিশ্বাসী নন। সেইসাথে, এই ধরনের পণ্যের প্রচারণার মাধ্যমে তিনি কোনো ভুল বার্তা দিতে রাজি নন কাউকে। শুধু তাই নয়, মোটা অঙ্কের পারিশ্রমিকের একটি বিজ্ঞাপনের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন কঙ্গনা।
কঙ্গনার চেয়ে আরো কড়া ভাষায় ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের বিরুদ্ধে বলেছেন আনুশকা। ‘আমি কখনোই এমন কোনো পণ্যের প্রচারণা করব না যা বর্ণবাদী এবং সেক্সিস্ট ধারণার প্রোপাগান্ডা অব্যাহত রাখে...একইসাথে সামাজিক ট্যাবুরও প্রোপাগান্ডা চালায়। ফর্সা ত্বকের প্রোপাগান্ডা চালানো কোনো পণ্যের প্রচারণা আমি কখনোই করব না। এই পণ্য ভালো বা এই পণ্য মন্দ, এ ধরনের কোনো কথারই প্রোগাগান্ডায় যুক্ত হব না আমি’-এভাবেই নিজের মতামত জানিয়েছেন আনুশকা।
অবশ্য কঙ্গনার মতো কোনো ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব পেয়েছেন কি না, সে রকম কোনো খবর পাওয়া যায়নি। একটি শ্যাম্পুর ব্র্যান্ডের এনডোর্সমেন্ট করেন আনুশকা শর্মা। এই বিজ্ঞাপনে কাজ করতে গিয়েই বিরাট কোহলির সাথে সম্পর্কের শুরু তাঁর।