আসফি তিশা ও সাজিদ শোভনের ‘রংপেন্সিল’
‘রংপেন্সিল’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার শান। এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আবদুল্লাহ আল মামুন এরিন। এই মিউজিক ভিডিওতে গানের পাশাপাশি দেখানো হয়েছে একটি গল্প। এতে অভিনয় করেছেন সাদিয়া আসফি তিশা ও সাজিদ শোভন।
আগামী পহেলা বৈশাখ উপলক্ষে ‘ড্রিম মেকার’ এর ব্যানারে নির্মিত এই মিউজিক ভিডিওটি চিত্রায়িত হয়েছে ঢাকার নিকটবর্তী বিভিন্ন মনোরম পরিবেশে।গত ১১ মার্চ মিউজিক ভিডিওটির চিত্রায়ন শেষ হয়।
এ বিষয়ে আসফি তিশা এনটিভি অনলাইনকে বলেন ‘আমি দীর্ঘদিন ধরেই মডেলিং করছি। বিলবোর্ডে আমাকে দেখেছে সবাই, কিন্তু কোনো মিউজিক ভিডিওতে এবারই প্রথমবারের মতো কাজ করলাম। আমার কাজটি করে অনেক ভালো লেগেছে, মিউজিক ভিডিও আরো করতে চাই যদি দর্শক আমার এই ভিডিওটা পছন্দ করে। আপনারা দোয়া করবেন এবং পহেলা বৈশাখে আমাদের মিউজিক ভিডিওটা দেখবেন।
নির্মাতা আবদুল্লাহ আল মামুন এরিন এনটিভি অনলাইনকে বলেন, ‘অনেক যত্ন নিয়ে কাজটি করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে। আমি এর আগেও কাজ করেছি, কিন্তু পড়াশোনার কারণে মাঝে দুই বছর কোনো কাজ করতে পারিনি। আশা করি আবারও নিয়মিত কাজ করতে পারব।’
এই মিউজিক ভিডিওটি শিগগিরই দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে প্রচার করা হবে ।

মাজহার বাবু