৫১ টাকা নিয়ে ক্যারিয়ার শুরু করা ধর্মেন্দ্র, কত টাকার সম্পত্তি রেখে গেলেন?
চলে গেলেন বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র। শুধু রুপালি পর্দায় নায়ক নন—ছয় দশকের দীর্ঘ পথচলায় নিজের জীবনকে বানিয়েছিলেন এক অনন্য সফলতার গল্প। মাত্র ৫১ রুপি পারিশ্রমিক নিয়ে যে অভিনেতা পথচলা শুরু করেছিলেন, জীবনের শেষ ধাপে এসে রেখে গেলেন শত শত কোটি টাকার সম্পদ।
ধর্মেন্দ্রর মোট নেটওয়ার্থ নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন সংখ্যা পাওয়া গেছে ভারতীয় গণমাধ্যমে। কিছু রিপোর্ট বলছে প্রায় ৩৩৫–৪৫০ কোটি রুপি। আবার মুম্বাইয়ে তাঁর অস্থাবর সম্পত্তির আলাদা মূল্য ধরে ১৩৬ কোটি রুপি হিসেব করেছে অন্য একটি মাধ্যম। তবে সবগুলো রিপোর্ট একসঙ্গে রাখলে পরিষ্কার—ধর্মেন্দ্র ছিলেন ভারতের অন্যতম সম্পদশালী প্রবীণ তারকা।
সবচেয়ে আলোচিত তাঁর লোনাভালার ১০০ একর বিস্তৃত ফার্মহাউস। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে—সুইমিং পুল, থেরাপি জোন, সবুজ বাগান আর আধুনিক আরামদায়ক সাজসজ্জায় সজ্জিত এই ফার্মহাউসটিই তাঁর সবচেয়ে মূল্যবান সম্পদ। যদিও সরকারের নির্ধারিত বাজারমূল্য পাওয়া যায়নি, তবে রিপোর্টগুলো বলছে—ধর্মেন্দ্রর সম্পদের বড় অংশই এই জায়গা ও এর কাঠামোর ভেতর লুকিয়ে।
এ ছাড়া মুম্বাইয়ের জুহু ও মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় তাঁর বহু জমি-বাড়ি রয়েছে, যেগুলোর মূল্য ১৭ কোটি থেকে ১৩৬ কোটি রুপি পর্যন্ত ধরা হয়েছে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে। অভিনয়ের বাইরেও তাঁর বড় পরিচয়—ব্যবসায়ী।
রিপাবলিক ওয়ার্ল্ড জানিয়েছে—হাইওয়েতে অবস্থিত তাঁর ‘গরম ধরম ধাবা’ ও ‘হি-ম্যান রেস্তোরাঁ’ বলিউড দর্শকের কাছে যেমন জনপ্রিয় ছিল, ঠিক তেমনই ব্যবসাতেও এনে দিত মোটা অঙ্কের আয়। ভারতের বিভিন্ন শহরে ‘গরম ধরম’-এর আরও শাখা ছিল, সেগুলো থেকেও সমানভাবে উপার্জন করতেন।
ধর্মেন্দ্রর পরিবারিক ব্যবসার আরেক স্তম্ভ—বিজেতা ফিল্মস। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এই ব্যানার থেকেই নির্মিত হয়েছে তাঁর পরিবারের বহু ছবি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে—অভিনয়, বিজ্ঞাপন, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও ব্যবসা—সব মিলিয়ে ধর্মেন্দ্রের আয়ের উৎস ছিল বহুমুখী।
আজ তাঁর চলে যাওয়ার খবরে বলিউড শোকস্তব্ধ। কিন্তু তাঁর রেখে যাওয়া সম্পদের অঙ্কগুলো শুধু অর্থনৈতিক হিসাব নয়—বলিউডের ইতিহাসে এক দরিদ্র তরুণের স্বপ্নবোনা লড়াইয়ের দলিল।
৫১ রুপি থেকে শুরু করে শত শত কোটি রুপি, ধর্মেন্দ্রর জীবন যেন নিজেই এক সিনেমার গল্প—কঠোর পরিশ্রম, ভালোবাসা আর জয় করার ইচ্ছাশক্তির গল্প।
প্রতিবেদনটি ইকোনমিক টাইমস, টাইমস অব ইন্ডিয়া, রিপাবলিক ওয়ার্ল্ড, নিউজ৯ লাইভ ও লাইভমিন্টর বরাতেই তৈরি

বিনোদন ডেস্ক