জুবিনের জন্মদিনে স্ত্রী গরিমার আবেগঘন পোস্ট
প্রয়াত ভারতীয় জনপ্রিয় গায়ক জুবিন গার্গকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি আসামের মানুষ। প্রয়াণের পর তার প্রথম জন্মদিনেও বিষণ্নতা যেন আরও গভীর হয়েছে। বিশেষত স্ত্রীর হৃদয়ে-যেখানে আজও অটুট হয়ে আছে জুবিনের স্মৃতি।
গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) গায়কের জন্মদিনে স্বামীর অদেখা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গরিমা সাইকিয়া গার্গ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জন্মজন্মান্তরে আমি আমাদের কাহিনি লিখে যাব। ভালো থেকো জুবিন।’ শুধু স্ত্রীই নন, জুবিনের জীবনের পরতে পরতে সঙ্গী ছিলেন তিনি-বন্ধু, ছায়াসঙ্গী এবং শক্তির সর্বোচ্চ ভরসা।
জুবিনের অসমাপ্ত কাজগুলো শেষ করতেও নিজের সবটা ঢেলে দিয়েছেন গরিমা। গত মাসে জুবিন গার্গের শেষ অভিনীত চলচ্চিত্র ‘রই রই বিনালে’ মুক্তির জন্য দিনরাত এক করে কাজ করেছেন তিনি। আর সিনেমার কাজ নিয়ে ব্যস্ততার কারণে সৃষ্ট মানসিক চাপ ও শোকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন গরিমা।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান জুবিন গার্গ। তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় আসামের সংগীত-সংস্কৃতির এক উজ্জ্বল অধ্যায়ের। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছে তার।
অকালপ্রয়াণের পর প্রথম জন্মদিন-তবু সুরের মানুষটি যেন আরও গভীরভাবে বেঁচে আছেন তার প্রিয়জনদের স্মৃতিতে, সুরে, শব্দে।

বিনোদন ডেস্ক