আগামীকাল মুক্তি পাচ্ছে প্রয়াত জুবিন গার্গের শেষ ছবি
কিংবদন্তি গায়ক ও অভিনেতা জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর পর তাঁর শেষ ছবি 'রই রই বিনালে' মুক্তির অপেক্ষায় রয়েছে গোটা আসাম। এনডিটিভি এর প্রতিবেদন অনুযায়ী, জুবিন ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল ৩১ অক্টোবর রাজ্যজুড়ে মুক্তি পাচ্ছে ছবিটি। ইতিমধ্যেই আসামের ৯০টি প্রেক্ষাগৃহে প্রথম দিনের সব টিকিট প্রি-বুকড হয়েছে বলে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
আসামের জনপ্রিয় নির্মাতা রাজেশ ভূঁইয়া ছবিটি পরিচালনা করেছেন। তিনি বলেন, “জুবিনদা এই ছবিটি নিয়ে অত্যন্ত আবেগপ্রবণ ছিলেন। তিন বছর ধরে আমরা একসঙ্গে কাজ করেছি। গল্প ও সংগীত দুটোই তাঁর নিজের তৈরি। ছবির বেশির ভাগ কাজ শেষ ছিল, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাকি ছিল।” পরিচালক জানান, জুবিন গার্গ চেয়েছিলেন ছবিটি ৩১ অক্টোবর মুক্তি পাক। তাই তাঁর ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্ধারিত দিনেই ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। তিনি আরও নিশ্চিত করেন যে, “তাঁর মূল কণ্ঠস্বরই ব্যবহার করা হবে, কারণ রেকর্ডিং প্রায় ৮০-৯০ শতাংশ স্পষ্ট ছিল।”
প্রয়াত শিল্পীর স্ত্রী গারিমা শৈকিয়া গার্গ বলেন, “এটি জুবিনের স্বপ্নের ছবি ছিল। এতে এক অন্ধ শিল্পীর চরিত্রে তিনি নিজেই অভিনয় করেছেন। দুর্ভাগ্যবশত ডাবিং শেষ করতে পারেননি, তাই ওখানে একটা শূন্যতা থেকে যাবে। কিন্তু ছবির সংগীত ও বাকিটা সব সম্পূর্ণ।” তিনি এটিকে জুবিনের প্রতি তাঁদের শ্রদ্ধাঞ্জলি হিসেবে উল্লেখ করেন। জুবিন গার্গের মৃত্যুর পর তাঁর পরিবার, স্ত্রী গারিমা ও বোন পালমে বোরঠাকুরসহ টিমের সদস্যরা ছবির শেষ কয়েকটি দৃশ্য সম্পন্ন করেন।
অন্যদিকে, 'দ্য হিন্দু' পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গোগোই রাজ্য সরকারকে ছবিটিকে ট্যাক্স-ফ্রি করার জন্য অনুরোধ করেছেন। তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে পাঠানো চিঠিতে জুবিন গার্গের এই শেষ চলচ্চিত্রকে তাঁর জীবনের শিল্পযাত্রার প্রতীক হিসেবে বর্ণনা করেন। জানা গেছে, আসামের পাশাপাশি ভারতের ৪৬টি শহরে মুক্তি পাবে 'রই রই বিনালে'। উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান জুবিন গার্গ। তাঁর মৃত্যু নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে, যাদের বিচারিক হেফাজত আরও ১৪ দিনের জন্য বাড়ানো হয়েছে।

বিনোদন ডেস্ক