স্বাধীনতা দিবসে কক্সবাজারে চার ব্যান্ডের কনসার্ট!
আসছে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ‘ক্লেমন মেগা বিচ কার্নিভাল’ অনুষ্ঠিত হবে ২৪-২৬ মার্চ কক্সবাজারের লাবনী বিচে। ২৪ ও ২৫ মার্চ বিচে ক্রিকেট ও ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়া ২৬ মার্চ বিচে কনসার্ট করবে দেশ সেরা চার ব্যান্ড ওয়ারফেজ, শিরোনামহীন, অর্থহীন ও ইনসাইড ইউ।
শনিবার বিকেল ৪: ৩০ থেকে কনসার্ট শুরু হবে। কক্সবাজার বিচ থেকে কনসার্টটি সরাসরি প্রচার করবে এনটিভি। অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করবেন এনটিভির সিনিয়র প্রযোজক মোহাম্মদ নূরুজ্জামান ও কাজী মোস্তফা।
এনটিভি অনলাইনকে মোহাম্মদ নূরুজ্জামান বলেন, “স্বাধীনতা দিবসে দেশের অনেক জায়গায় কনসার্ট হবে। গান পাগল মানুষদের জন্য এটা সুখবর। আর যাঁরা কক্সবাজারে যেতে পারবেন না আশা করছি তাঁরা এনটিভির পর্দায় ‘ক্লেমন মেগা বিচ কার্নিভাল’-এর কনসার্টটি উপভোগ করবেন।”
এনটিভি ছাড়াও ‘ক্লেমন মেগা বিচ কার্নিভাল’ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে আছে রেডিও টুডে।

নাইস নূর