রুনা লায়লাকে বই উপহার দিলেন গুলজার
বাংলাদেশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অল্প যে কয়জন সংগীতশিল্পী আছেন, রুনা লায়লা তাঁদের মধ্যে অন্যতম। বাংলাদেশ তো বটেই, উপমহাদেশেও তাঁর গানের ভক্ত অনেক।
তাই ঢাকায় এসে রুনা লায়লার অতিথি হয়েছেন ভারতের বিখ্যাত গীতিকার, কবি ও চলচ্চিত্র পরিচালক গুলজার।
নিয়ম বজায় রেখেই রুনার জন্য উপহার নিয়ে এসেছেন গুলজার। আর সেটি হচ্ছে বই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর লেখা নিজের একটি বই রুনা লায়লাকে উপহার হিসেবে দিয়েছেন গুলজার।
চমৎকার এই উপহার পেয়ে ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করে রুনা লায়লা লিখেছেন, ‘গুলজার সাহেব ও অমিত কুমারজির সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলাম। বই উপহার পেলাম। এটা অনেক সম্মানের।’
একটি অনুষ্ঠানে অংশ নিতেই মূলত ঢাকায় এসেছেন গুলজার। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আবৃত্তি করবেন গুলজার। আর গান গাইবেন অমিত কুমার।
গুলজারের ঢাকায় আসার সংবাদ পেয়ে গতকাল বৃহস্পতিবার রুনা লায়লা নিজের বাসায় নিমন্ত্রণ করেন তাঁকে। সেখানে একসঙ্গে তাঁরা নৈশভোজ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অভিনেতা আলমগীর, তাঁর মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর, ভারতের সংগীতশিল্পী অমিত কুমার, ভারতের নাট্য নির্দেশক সেলিম আরিফ প্রমুখ।

ফিচার ডেস্ক