২৫ বছর পূর্তি
শিশুদের সঙ্গে গান গাইল এলআরবি
দেশের জনপ্রিয় রক ব্যান্ড দল এলআরবি ২৫ বছরে পা রেখেছে গতকাল মঙ্গলবার, ৫ এপ্রিল। ১৯৯০ সালের ৫ এপ্রিল ব্যান্ডটি যাত্রা শুরু করেছিল। একশ বছরের সিকিভাগ পেরিয়ে বেশ আনন্দিত ব্যান্ডটির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু।
এনটিভি অনলাইনকে আইয়ুব বাচ্চু বলেন, ‘২৫ বছর দীর্ঘ সময়। অনেকটা পথ আমরা পাড়ি দিয়েছি। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ভালোবাসা।’
গতকাল ব্যান্ডটির জন্মদিন উপলক্ষে জাগো ফাউন্ডেশনের উদ্যোগে রায়ের বাজার স্কুলের প্রায় ১০০ ছাত্রছাত্রী নিয়ে কেক কেটেছেন আইয়ুব বাচ্চু ও ব্যান্ডের সদস্যরা। কেক কাটার পাশাপাশি বাচ্চাদের নিয়ে গান পরিবেশন করে এলআরবি।
গতকালের ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ, কর্মকর্তাবৃন্দ এবং রায়েরবাজার স্কুলের শিক্ষকরা।
২০০৯ সালে রায়েরবাজার বস্তির গুটিকয়েক শিশুদের নিয়ে শুরু হয় জাগো ফাউন্ডেশনের কার্যক্রম। সেই কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন আইয়ুব বাচ্চু। দুজন শিশুর পড়াশোনার দায়িত্বও তিনি নিয়েছিলেন।
সেই শিশু দুটি হলো সুজন ও মর্জিনা। এখন তারা যথাক্রমে ক্লাস সেভেন আর ক্লাস ফাইভের শিক্ষার্থী। এখনো তাদের পড়াশোনার খরচ দিচ্ছেন আইয়ুব বাচ্চু। ২৫ বছর পূর্তিতে এসব শিশুকে নিয়েই আনন্দঘন মুহূর্ত কাটিয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবি।
২৫ বছর পূর্তি উপলক্ষে আজ টিভি চ্যানেল বাংলাভিশনে রাত সাড়ে ১১টায় সরাসরি গান পরিবেশন করবে এলআরবি।

নাইস নূর