১৩৫ কোটির ‘দ্য ফ্যামিলি ম্যান’ : মনোজ নিয়েছেন ২২ কোটি, অন্যরা কে কত?
ভারতের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় মৌসুম প্রকাশের আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বাজেট ও শিল্পীদের পারিশ্রমিক। রাজ অ্যান্ড ডিকে পরিচালিত এই সিরিজের নতুন সিজনে গল্প আরও বিস্তৃত হয়েছে, বাড়ানো হয়েছে অ্যাকশন ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের উপস্থিতি। সেই সঙ্গে বড় পরিসরের নির্মাণ—সব মিলিয়ে বাজেট এবার আগের দুই মৌসুমকে ছাড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
নিউজ নাইন লাইভ এক প্রতিবেদনে দাবি করছে, তৃতীয় মৌসুমের মোট অনুমানিত বাজেট প্রায় ১৩৫ কোটি রুপি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এ শ্রীকান্ত তিওয়ারির চরিত্রকে আরও গভীরভাবে তুলে ধরা হয়েছে; পরিবার, রাষ্ট্র ও গুপ্তচরবৃত্তির পারস্পরিক টানাপোড়েন এবার পৌঁছেছে আরও জটিল পর্যায়ে। একই সঙ্গে উত্তর–পূর্ব ভারতের রাজনীতি, সীমান্ত–নিরাপত্তা ও আন্তর্জাতিক গুপ্তচর কার্যক্রমকে ঘিরে গল্প এগিয়েছে—যার জন্য ব্যাপক লোকেশন, ভিএফএক্স ও অ্যাকশন দৃশ্য যোগ করা হয়েছে।
অর্থনৈতিক সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস ‘দ্য ফ্যামিলি ম্যান’ এর তৃতীয় মৌসুমের শিল্পীদের সম্ভাব্য পারিশ্রমিক প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে—
* শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে মনোজ বাজপেয়ী পারিশ্রমিক নিয়েছেন ২০ থেকে ২২.৫০ কোটি রুপি।
* নতুন সিজনের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র জাইদীপ আহলাওয়াট নিয়েছেন ৯ কোটি রুপি।
* নিমরাত কৌর নিয়েছেন ৮ থেকে ৯ কোটি রুপি।
* মেজর সামীর চরিত্রে দর্শন কুমার নিয়েছেন ৭ থেকে ৮ কোটি রুপি।
* সুচিত্রার ভূমিকায় প্রিয়ামণি নিয়েছেন প্রায় ৭ কোটি রুপি।
* শ্রীকান্তের সহকর্মী জেকে তালপাড়ে চরিত্রে শারিব হাশমি নিয়েছেন ৫ কোটি রুপি।
* ধৃতি চরিত্রে আশলেষা ঠাকুর নিয়েছেন ২ থেকে ৪ কোটি রুপি।
* অথর্ব চরিত্রে বেদান্ত সিনহা পেয়েছেন ১ থেকে ২ কোটি রুপি।
* সীমা বিস্বাস ও বিপিন শর্ম পেয়েছেন ১ থেকে ২ কোটি রুপি।
যদিও বাজেট বা পারিশ্রমিকের বিষয়ে প্রোডাকশন হাউস বা অ্যামাজন প্রাইম ভিডিও আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি, ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে—এ তথ্য প্রোডাকশন–ঘনিষ্ঠ একাধিক সূত্র থেকে পাওয়া।
পরিচালনা–জুটি রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকে (রাজ অ্যান্ড ডিকে) আগের দুই মৌসুমে মধ্যবিত্ত পরিবারের সংকট, সন্ত্রাসবিরোধী অভিযান ও ব্যক্তিগত জীবনের দ্বন্দ্বকে হাস্যরস, থ্রিলার ও আবেগে মিশিয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। তৃতীয় মৌসুমেও সেই স্টাইল বজায় রেখে নতুন হুমকি ও নতুন রাজনৈতিক বাস্তবতায় গল্প সাজিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় মিডিয়া।

বিনোদন ডেস্ক