‘আপন মানুষ’-এর জন্য গান গাইলেন কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা
শাহ আলম মণ্ডল পরিচালিত ‘আপন মানুষ’ চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা।
গত বছরের ১৮ সেপ্টেম্বর শুরু হয়েছিল ‘আপন মানুষ’ চলচ্চিত্রটির শুটিং। এতে অভিনয় করছেন নায়ক বাপ্পী চৌধুরী ও নায়িকা পরী মণি।
এরই মধ্যে ছবির বেশির ভাগ কাজ শেষ হয়েছে। বেশ কয়েকটি গান রেকর্ডিংয়ের কাজও শেষ হয়েছে।
গতকাল মঙ্গলবার, ঢাকার শ্রুতি স্টুডিওতে ছবিটির একটি নতুন গানের রেকর্ডিং হয়। এতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা।
ছবির মান ঠিক রাখতেই কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপার মতো জনপ্রিয় ও গুণী শিল্পীদের দিয়ে গান করানো হয়েছে বলে জানালেন ‘আপন মানুষ’ ছবির পরিচালক শাহ আলম মণ্ডল।
এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘আমি চেষ্টা করি আমার সবগুলো চলচ্চিত্র যেন পূর্ণতা পায়। সে জন্য ছবির যেখানে যতটুকু দরকার আমি সব সময় সেটা দেওয়ার চেষ্টা করি। আমাদের সব সময় চেষ্টা থাকে দর্শকদের একটি ভালো ছবি উপহার দেওয়ার। ছবির জন্য কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপার একটি গান রেকর্ড করলাম। কিছুদিনের মধ্যেই গানটির দৃশ্যধারণের কাজ শুরু করব।’
নতুন এই ছবির গল্প সম্পর্কে পরিচালক বলেন, ‘গল্প নিয়ে বেশি কিছু বলতে চাই না। তবে এতটুকু বলব যে এটা একেবারেই বাংলাদেশের মৌলিক গল্পের একটি ছবি। বর্তমান সময়ের দর্শকদের মতো আমি নিজেও নকল গল্পের ছবি নিয়ে বিরক্ত। ছোটবেলা থেকেই আমি হলে গিয়ে ছবি দেখেছি, কেঁদেছি, হেসেছি। আমার বিশ্বাস এই ছবিটিও দর্শকদের কাঁদাবে, হাসাবে।’
বাপ্পী ও পরী ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন সুচরিতা, মিশা সওদাগর, শ্রাবণ শাহ, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, রেহানা জলি, রেবেকা প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে ইমন খান ফিল্মস।

মাজহার বাবু