নববর্ষে আর্শিনা প্রিয়ার প্রথম গানের অ্যালবাম
প্রকাশ পেতে যাচ্ছে মডেল, কোরিওগ্রাফার ও সংগীতশিল্পী আর্শিনা প্রিয়ার প্রথম গানের অ্যালবাম ‘এপি’। নিজের নামের অদ্যক্ষর দিয়েই রাখা হয়েছে অ্যালবামের নাম। অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু, পঙ্কজ, আহমেদ হুমায়ুন, প্রতীক হাসান, বেলাল খান ও শান। গান লিখেছেন রবিউল ইসলাম জীবন, জিয়াউদ্দিন আলম, লিমন আহম্মেদ ও পঙ্কজ । একটি গানের ডুয়েট কণ্ঠ দিয়েছেন শিল্পী বেলাল খান। পহেলা বৈশাখ উপলক্ষে এপি মাল্টিমিডিয়ার ব্যানারে অ্যালবামটি বাজারে আসবে বলে জানিয়েছেন আর্শিনা প্রিয়া ।
কানাডায় দুই বছর পড়াশোনা শেষ করে গত জানুয়ারিতে প্রিয়া দেশে ফেরেন । প্রথম অ্যালবামের কাজ শেষ করে আবার তিনি পারিবারিক ঝামেলার কারণে কানাডায় ফিরে যান। আর্শিনা প্রিয়া সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় বাংলাদেশ ফাইন আর্টস একাডেমিতে ফারহানা বেবীর কাছে নাচ শিখেন। এরপর ১৯৯৮ সালে কোরিওগ্রাফার তানজিলকে নিয়ে ড্যান্স গ্রুপ ‘ঈগল’-প্রতিষ্ঠা করে দেশে-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেন। মডেলিং করেছেন কয়েকটি বিজ্ঞাপনচিত্রে।
আর্শিনা প্রিয়া ২০১৩ সালে প্রথম অডিও অ্যালবামে গান করেন প্রতীক হাসান ও শাহরিয়ার বাঁধনের একক অ্যালবামে, গান দুটির শিরোনাম ছিল ‘উড়ু মন’ ও ‘ভাবনার রং’। বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ ছবিতে আইটেম গানে পারফর্ম করেন এবং ‘কার্তুজ’ চলচ্চিত্রে কিশোরের সঙ্গে প্লে-ব্যাক ও আইটেম গানে পারফর্ম করেছেন। ‘নো চিন্তা ডু ফুর্তি’ শিরোনামের গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা, লিখেছেন কবির বকুল। বর্তমানে প্রিয়া কানাডার টরন্টোতে অবস্থান করছেন। আগামী মাসে দেশে ফিরে অ্যালবামের টাইটেল গানের মিউজিক ভিডিওতে অংশ নেবেন তিনি। ভিডিওটি নির্মাণ করছেন চন্দন রায় চৌধুরী।

মাজহার বাবু