বৈশাখে শিমুল খানের ‘জাদু জানে’
বৈশাখী উৎসবে নতুন রং নিয়ে আসছে ‘জাদু জানে।’ বাংলার মাটি-মানুষের গান ও মৌলিক গান নিয়ে সাজানো হয়েছে সংগীতশিল্পী শিমুল খানের অ্যালবাম ‘জাদু জানে।’ আগামী ১১ এপ্রিল লেজার ভিশন বাজারে নিয়ে আসছে অ্যালবামটি।
সাতটি গানে সাজানো হয়েছে অ্যালবামটি। এই অ্যালবামে আক্কাস দেওয়ান, সরকার মালেক, রাধা রমণ, খোয়াজ মিয়া, ননতু খেপার লেখা গান গেয়েছেন শিমুল। এ ছাড়া মৈমনসিংহ গীতিকা থেকে গেয়েছেন একটি গান।
অ্যালবামে দুটি গানের সুরকার শফি মণ্ডল। সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি, সুমন কল্যাণ, তানভির রনী, মুশফিক লিটু।
‘পাগল মন’ খ্যাত দিলরুবা খানের মেয়ে শিমুল খানের এটি তৃতীয় অ্যালবাম। শিমুলের প্রথম অ্যালবাম ‘এক জনম’ বের হয় ২০১৩ সালে। দ্বিতীয় অ্যালবাম ‘বন্ধু যদি হইতোরে বাতাস’ বাজারে আসে ২০১৫ সালে।

গান ছাড়া এখন কিছুই ভাবছেন না শিমুল। তিনি বলেন, ‘এখনো শেখার অনেক কিছু বাকি। যত গাইছি, ততই শেখা হচ্ছে। নিজেকে শিক্ষার্থী হিসেবেই ভাবি।’
শিমুল যা-ই বলেন, তাঁর প্রথম দুটি অ্যালবাম বেশ সাড়া ফেলে। শ্রোতারা গত কয়েক বছরেই তাঁকে আপন করে নিয়েছেন। আর গান নিয়েই কাটছে শিমুলের ব্যস্ত সময়। চলচ্চিত্রে এরই মধ্যে ১০টিরও বেশি গান গেয়েছেন তিনি।
অথচ দিলরুবা খানই নাকি চাইতেন না শিমুল গান করুক! শিমুল বলেন, ‘মা বলতেন, গান খুব কঠিন জিনিস। সবার হয় না। কিন্তু আমি চেষ্টা করেই যাচ্ছি। শিখতে শিখতে একদিন ভালো করব। এ আত্মবিশ্বাস আমার আছে। আমি জানি শ্রোতারা আমাকে আপন করে নেবে।’

নিজস্ব প্রতিবেদক