পয়লা বৈশাখে নয়নের ‘অন্তঃপৃষ্ঠা!’
পয়লা বৈশাখ উপলক্ষে মুক্তি পাচ্ছে সংগীতশিল্পী নয়নের নতুন গানের অ্যালবাম ‘অন্তঃপৃষ্ঠা’। গতানুগতিক ধারাকে পাশ কাটিয়ে কথানির্ভর ‘অন্তঃপৃষ্ঠা’য় রয়েছে ‘তোমার জন্য’, ‘স্বপ্নিল প্রিয়া’, ‘আয় বালিকা’, ‘বলি বলি’, ‘প্রেম বৃন্দাবন’, ‘আঁকাবাঁকা মন’ ও ‘ছবি (নতুন ভার্সন)’ নিয়ে মোট সাতটি গান। কথানির্ভর গানগুলোর সুর করেছেন নয়নরাজা। সুরগুলোতে বাদ্য ও সংগীতায়োজন করেছেন তরুণ কম্পোজার আতিক।
বেসরকারি রেডিও স্টেশন রেডিও টুডেতে আরজে হিসেবে কাজ করছেন নয়ন। গান আর শব্দ নিয়ে খেলার কারণেই তিনি আরজে নয়ন নামে অ্যালবামটি প্রকাশ করছেন।
নয়নের পুরো নাম আল মাসুদ নয়ন। ২০০২ সালের দিকে টোন অ্যান্ড টিউন কোম্পানি থেকে বের হয় তাঁর গায়েন ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ছবি’। ‘অন্তঃপৃষ্ঠা’ অ্যালবামে ‘ছবি’ গানটি থাকছে নতুনভাবে।
নয়ন তাঁর অ্যালবামের নাম সম্পর্কে জানান, অন্তঃপৃষ্ঠা শব্দের শাব্দিক অর্থ ভেতরের পাতা।
এরই মধ্যে ‘অন্তঃপৃষ্ঠা’ অ্যালবামের একটি গান ‘স্বপ্নিল প্রিয়া’ গানটির একটি পরীক্ষামূলক মিউজিক ভিডিও ইউটিউবে আপলোড করেছেন আরজে নয়ন।
অ্যালবামটির বাজারজাত করছে অ্যালবা ও সিডি প্রকাশনা সংস্থা সুরাঞ্জলি। অ্যালবামটির রেডিও পার্টনার হিসেবে থাকছে রেডিও স্টেশন ‘রেডিও আমার এফএম ৮৮.৪’।

ফিচার ডেস্ক