বৈশাখে শ্রাবণের নতুন মিউজিক ভিডিও
সাব্বির আহমেদ শ্রাবণ পরিচালিত এবারের বৈশাখে আসছে নতুন একটি মিউজিক ভিডিও। এতে রয়েছে ‘স্বপ্ন নিয়ে’ শিরোনামের একটি গান। গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এস এম মোশারফ। গানটির গীতিকার ও সংগীত পরিচালক টফি রেনার। গানে মডেল হিসেবে কাজ করছেন এস এম মোশারফ ও নবাগত শারমিন।
মিউজিক ভিডিওটি সম্পাদনা করেছেন আমিনুল শিকদার। মিউজিক ভিডিওর পরিচালক বলেন, ‘এই মিউজিক ভিডিওটি দেখে সবার ভালো লাগবে, বারবার দেখতে ইচ্ছা করবে। গানটি খুব তাড়াতাড়ি মিউজিক্যাল চ্যানেলে ও ইউটিউবে দেখতে পাবেন। এই ভিডিও মুক্তি পাচ্ছে মন্দিরা মাল্টিমিডিয়া প্রডাকশনের ব্যানারে।’
পরিচালক সাব্বির আহমেদ শ্রাবণ আরো বলেন, ‘আমি অনেক যত্ন নিয়ে কাজটি করেছি। ঢাকার বিভিন্ন লোকেশনে কয়েক দিন সকাল-সন্ধ্যা শুটিং করেছি। একেবারেই ভিন্ন ধরনের একটি মিউজিক ভিডিও দেখতে পাবে দর্শক। আমি মনে করি, নতুন প্রজন্মের কাছে পয়লা বৈশাখ যে আনন্দ ছড়িয়ে দেয়, তা অনেক গুণ বাড়িয়ে দেবে এই ভিডিও।’

মাজহার বাবু