ঢাকায় এসেই ক্লান্ত বিশাল-শেখর!
ঢাকায় পৌঁছেছেন বিশাল-শেখর। ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো ঢাকায় গান গাইতে আসা। দূরত্ব বেশি নয়, তবে ঢাকার রাস্তার ধকল পোহাতে হয়েছে ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক জুটি বিশাল-শেখরের। আজ দুপুরের পর ঢাকায় এসে পৌঁছেন তাঁরা। ক্লান্তির কারণে নির্ধারিত সংবাদ সম্মেলনে আসেননি দুজনের একজনও।
‘বিশাল অ্যান্ড শেখর লাইভ ইন ঢাকা ফিচারিং শ্রুতি পাঠক’ নামের কনসার্টের আয়োজন করেছে টাইম স্কয়ার ও ইভেন্টস ৩৬০ ডিগ্রি।
আয়োজকদের মাধ্যমে জানা গেছে, আজ সন্ধ্যায় ঢাকার বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের ৪ নম্বর হলে গান শোনাবেন তাঁরা।
ঢাকায় এসে গান করার বিষয়ে আগেই একটি ভিডিও বার্তায় শ্রোতা-ভক্তদের জানিয়েছিলেন বিশাল দাদলানি ও শেখর রাজভানি।

ফিচার ডেস্ক