ছেলেকে প্রকাশ্যে আনলেন রাঘব-পরিণীতি
এক মাস পেরোতেই প্রথমবার ছেলেকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং তার স্বামী রাজনীতিবিদ রাঘব চাড্ডা। গতকাল বুধবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানের প্রথম ঝলক প্রকাশ করে নাম ঘোষণা করেন তারকা দম্পতি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একসঙ্গে ছেলের ছবি প্রকাশ করেন রাঘব-পরিণীতি। ছবিতে দেখা গেছে, ছোট্ট শিশুর তুলতুলে ও হালকা গোলাপি রংয়ের নরম পায়ে চুমু এঁকে দিচ্ছেন তারা। অন্য আরেকটি ছবিতে শিশুর পা দু'হাত দিয়ে আগলে রেখেছেন তারা।
ক্যাপশনে তারকা দম্পতি লেখেন, জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম তত্র এভ নীর। আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের এক চিরন্তন বিন্দু। আমরা তার নাম রেখেছি ‘নীর’ শুদ্ধ, পবিত্র, অনন্ত।
গত ১৯ অক্টোবর রাঘব-পরিণীতির সংসারে আলো করে আসে তাদের প্রথম সন্তান। সেদিন ইনস্টাগ্রামে সুখবর জানিয়ে তারা লেখেন, অবশেষে সে এসেছে! আমাদের পুত্রসন্তান। এখন আমাদের হৃদয় আরও পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরের ছিলাম, আর এখন আমাদের দু‘জনের সবকিছুই আছে।
২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা তথা রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। বিয়ের দুই বছর পর সংসারে নতুন অতিথি আসার পর থেকেই সবার শুভকামনায় ভাসছেন এ তারকা দম্পতি।

বিনোদন ডেস্ক