তাহসান, অদিত ও প্রীতমের ‘প্রথম ভালোবেসে’
সংগীতশিল্পী তাহসান, অদিত ও প্রীতম হাসান প্রথমবারের মতো একই অ্যালবামে গান গেয়েছেন। মজার বিষয় তিন শিল্পীর তিনটি গান নিয়েই বেরিয়েছে অ্যালবামটি। অ্যালবামের শিরোনাম ‘প্রথম ভালোবেসে’, আর গানটি গেয়েছেন তাহসান। অ্যালবামের অন্য দুটি গান ‘হারাবে কোথায়’ গেয়েছেন অদিত এবং তৃতীয় গান ‘উড়তে শেখা পাখি’ গেয়েছেন প্রীতম। গানগুলো লিখেছেন রাকিব হাসান রাহুল ও মেহেদী হাসান লিমন।
সিএমভির ব্যানারে নির্মিত তিন গানের এই বিশেষ অ্যালবামের গানের রেকর্ডিং সম্প্রতি শেষ হয়েছে। গানগুলোর সংগীত পরিচালক ছিলেন প্রীতম হাসান।
প্রীতম হাসান বলেন, ‘আমার খুব পছন্দের একটা অ্যালবামের কাজ শেষ করলাম। কারণ, তাহসান ও অদিত ভাই আমার অসম্ভব পছন্দের দুজন মানুষ। দুজনের জন্য এবারই প্রথম গান করলাম। অ্যালবামের জন্য আমি নিজেও গান গেয়েছি। তাহসান ও অদিত ভাইয়ের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। সব মিলিয়ে দারুণ লেগেছে। আশা করছি, আমাদের বিশেষ গানের অ্যালবামটি সবার ভালো লাগবে।’
তাহসান বলেন, ‘নতুনদের মধ্যে প্রীতম অনেক ভালো কাজ করছে। নতুন ধরনের সুর ও সংগীতায়োজন করার চেষ্টা করছে শুরু থেকেই। আশা করি, এবারও নতুন কিছুই হবে।’
অ্যালবামটির প্রযোজক এসকে সাহেদ আলী জানিয়েছেন, ঈদ উপলক্ষে শিগগিরই জিপি মিউজিকের এক্সক্লুসিভ বিভাগে ডিজিটালি প্রকাশ পাবে অ্যালবামটি। এ ছাড়া অ্যালবাম আকারেও প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে সিএমভি।

ফিচার ডেস্ক