ইমরানের সুরে প্রথমবার গান গাইলেন কুমার বিশ্বজিৎ
প্রথমবারের মতো ইমরানের সুরে কোনো গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। গানটিতে কুমার বিশ্বজিতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি।
‘তোমায় প্রয়োজন’ শিরোনামের গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গানটি ঈদ উপলক্ষে প্রকাশিত হতে যাওয়া ন্যান্সির প্রথম দ্বৈত অ্যালবাম ‘ন্যান্সি উইথ স্টারস’-এ থাকবে। অ্যালবামটি বাজারে আনছে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস।
গানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘প্রথমবারের মতো ইমরানের সুরে কোন গানে কণ্ঠ দিলাম। ও অনেক ভালো সুর করেছে গানটির। যদিও সময় অল্প পেয়েছি গানটির জন্য, তারপরও চেষ্টা করেছি ভালো গাওয়ার। ন্যান্সির প্রসঙ্গে বলতে গেলে এটুকু বলতে হবে যে অনেকদিন পর বাংলাদেশ ভালো একটি টোন পেয়েছে। সব মিলিয়ে গানটি নিয়ে আমি খুবই আশাবাদী।’
অন্যদিকে ন্যান্সি বলেন, ‘কুমার বিশ্বজিৎ দাদার সঙ্গে গাইতে পারা সব সময়ই ভালো লাগার মতো একটি ব্যাপার। এই প্রথম আমার কোনো অ্যালবামে দাদা কণ্ঠ দিলেন। অনেক ভালো লাগছে। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘অনেকদিন ধরেই ইচ্ছে ছিল দাদাকে আমার সুরে গান গাওয়ানোর। কিন্তু কেন জানি হচ্ছিল না। অবশেষে দাদা আমার সুরে কোনো গান গাইলেন। অনেক ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। ন্যান্সি আপুও অনেক ভালো গেয়েছে গানটি। সব মিলিয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস আমার।’

ফিচার ডেস্ক