আলোকচিত্রী হারুন উর রশীদ স্মরণে মিলাদ মাহফিল

আগামীকাল শুক্রবার, ১০ এপ্রিল, বাদ জুমা এফডিসিতে বিশিষ্ট স্থিরচিত্র গ্রাহক ও প্রযোজক হারুন উর রশীদের রুহের মাগফিরাত কামনা করে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সিনে স্থিরচিত্র গ্রাহক সমিতির আয়োজনে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘গত শুক্রবার ওনার পারিবারিক মিলাদ মাহফিল থাকায় আমরা আলাদাভাবে এফডিসিতে আয়োজন করতে পারিনি, তাই এই শুক্রবার আমরা এই আয়োজন করেছি। হারুন ভাই আমাদের অনেক সিনিয়র এবং অনেক বড় মাপের একজন ক্যামেরাম্যান ছিলেন। তিনি চলে যাওয়ায় যে শূন্যস্থান তৈরি হয়েছে সেটা পূরণ হওয়ার নয়। বাংলাদেশ সিনে স্থিরচিত্র গ্রাহক সমিতির সব সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি।’
বিশিষ্ট স্থিরচিত্র গ্রাহক ও প্রযোজক হারুন উর রশীদ গত ২৮ মার্চ রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনির রোগে ভুগছিলেন। হারুন উর রশীদ স্ত্রী, তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর পরপরই বাদ আসর মিরপুরের ফকিরবাড়ী জামে মসজিদে জানাজা শেষে মিরপুর ১১ নম্বর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
হারুন উর রশীদ স্থিরচিত্র গ্রাহক হিসেবেই চলচ্চিত্রে পদার্পণ করেন। পরে চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। নির্মাণ করেন ‘ট্রাক ড্রাইভার’, ‘অধিনায়ক’ ও ‘লৌহমানব’ নামে তিনটি ছবি।