টি এম সাব্বিরের কথায় ‘জল ক্যানভাস’
ঈদ উপলক্ষে অডিও বাজারে এখন নতুন অডিও প্রকাশনা বেড়েছে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে নতুন একটি মিক্সড অ্যালবাম ‘জল ক্যানভাস’। নতুন এই অ্যালবামের সবকটি গানের কথা লিখেছেন টি এম সাব্বির।
অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন। সর্বমোট ছয়টি গান দিয়ে সাজানো এই অ্যালবামের গানগুলোতে সুর এবং কণ্ঠ দিয়েছেন নির্ঝর চৌধুরী, বনী আহমেদ, শান ও দেবলীনা সুর।
অ্যালবামের গানগুলোর সম্পর্কে সাব্বির বলেন, ‘এত দিন টুকরো টুকরো গান লিখলেও এবারই প্রথম এক অ্যালবামের সব গান লিখলাম। যাঁরা গেয়েছেন, তাঁরাই নিজেদের গান সুরারোপ করেছেন, যেটা কিনা অ্যালবামটিকে স্বতন্ত্রতা প্রদান করেছে।’
জল ক্যানভাস অ্যালবামের গানগুলোর শিরোনাম ডানপিটে, মোহভ্রম, বৃষ্টি ও তুমি, বৃষ্টি ম্যাগাজিন, দুঃখবিলাস, জল ক্যানভাস।
মেলোডি প্রধান এই অ্যালবামটির পৃষ্ঠপোষকতায় আছে আজকের ডিল, টপ বিডিনিউজ ও নার্ড ক্যাসেল।

ফিচার ডেস্ক