‘টেকেন’-এর গল্প চুরি করে ‘শিবে’?
বলিউড অভিনেতা অজয় দেবগনের নতুন ছবি ‘শিবে’ এখন বলিউডের আলোচনার শীর্ষে। পোস্টার মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই, প্রথম টিজার আর সিনেমার গান মুক্তির পর তো যেন আর তরই সইছে না অজয়ভক্তদের। এরই মধ্যে করণ জোহরের ছবির সঙ্গে একই দিনে মুক্তি এবং প্রকাশ্য দ্বন্দ্ব, সব মিলিয়ে এই ছবি এখন আলোচনায় রয়েছে বেশ। তবে এই আগ্রহে ভাটা পড়ে যেতে পারে একটি বিষয় জানলে। হলিউডের সুপারহিট ছবি ‘টেকেন’ থেকে অনেকটাই নেওয়া হয়েছে এই ছবির গল্প।
২০০৮ সালের হলিউড সুপারহিট ‘টেকেন’-এর নকল অজয়ের ‘শিবে’। লিয়াম নেসনের অভিনয় করা ‘টেকেন’ মূলত এক সিআইএ অপারেটিভের গল্প নিয়ে, যার মেয়েকে অপহরণ করে দুর্বৃত্তরা। নিজের সবটা উজাড় করে দিয়ে এই অপরাধীদের তাড়া করেন নেসন আর নিয়ে আসেন আইনের আওতায়।
ঠিক তেমনি অজয় দেবগনের ‘শিবে’ ছবিতে অজয় অভিনয় করেন আধুনিক ‘শিব’-এর চরিত্রে, যেখানে নিজের মেয়ে অ্যাবিগেইল ইমস-এর অপহরণকে কেন্দ্র করে জ্বলে ওঠেন তিনি। একে একে সংশ্লিষ্ট সব অপরাধীকে ধ্বংস করার মিশনে নামেন অজয়। আর মেয়েকে উদ্ধার করার এই অভিযানকে কেন্দ্র করেই আবর্তিত হয় ছবির গল্প।
প্রথম ট্রেইলারের পর ছবির গল্প গোপন রাখার যথাসাধ্য চেষ্টা করেছেন অজয়, কিন্তু এর কদিন পরেই প্রকাশ পেয়ে যায় ‘শিবে’র গল্প। ভারতীয় গণমাধ্যমে অভিযোগ আসে ‘টেকেন’-এর গল্প নকল করার ব্যাপারে। কিন্তু এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি অজয় দেবগন কিংবা ছবি-সংশ্লিষ্ট অন্য কেউ।