হলিউডে সফল বলিউড তারকারা
একটা সময় ছিল, যখন চলচ্চিত্রশিল্পীরা আটকে থাকতেন নিজের দেশ আর ভাষার গণ্ডির মধ্যে। কিন্তু বিংশ শতাব্দীর শেষের দিক থেকে অন্য সব শিল্পের মতো বিশ্বায়নের ছোঁয়া লাগা শুরু করে চলচ্চিত্রেও। শুরু হয় শিল্প আর শিল্পীর আদান-প্রদান। চলচ্চিত্রের কলাকুশলী থেকে শুরু করে তারকা, কেউই আর আটকে থাকেননি এক গণ্ডিতে, ঘুরে বেড়িয়েছেন দেশ-বিদেশে। যেই পরিক্রমায় বলিউডের অনেক তারকাই অভিনয় করেছেন হলিউডের চলচ্চিত্রে। প্রিয়াঙ্কা চোপড়া আর দীপিকা পাড়ুকোন কিন্তু এ তালিকায় স্রেফ নতুন সংযোজন। বলিউড তারকাদের পশ্চিমা ছবিতে অভিনয়ের ধারা বহু আগেকার। হলিউডে অভিনয় করা সফল ১০ বলিউড তারকাকে নিয়ে এই আয়োজন।
১। ঐশ্বরিয়া রাই বচ্চন : বলিউড চলচ্চিত্রের তারকাখ্যাতি ছাড়াও ঐশ্বরিয়ার সৌন্দর্যের খ্যাতি দুনিয়াজোড়া। ভারতীয় চলচ্চিত্রের অনবদ্য এই অভিনেত্রীর প্রথম হলিউড অভিষেক ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’ চলচ্চিত্রের মাধ্যমে। এ ছাড়া তাঁর অভিনীত অন্যান্য উল্লখযোগ্য হলিউড চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘মিস্ট্রেস অব স্পাইসেস’, ‘পিংক প্যান্থার ২’ ও ‘দ্য লাস্ট লিজিওন’।
২। ইরফান খান : হলিউড চলচ্চিত্রে সবচেয়ে পরিচিত ভারতীয় মুখগুলোর মধ্যে অন্যতম ইরফান খান। উপমহাদেশের তুমুল জনপ্রিয় এই অভিনেতা তাঁর মেধার স্বাক্ষর রেখেছেন বেশ কিছু বিখ্যাত হলিউড চলচ্চিত্রে। এগুলো মধ্যে অন্যতম ‘লাইফ অব পাই’, ‘স্লামডগ মিলিওনেয়ার’, ‘দ্য নেমসেক’ ও ‘আ মাইটি হার্ট’।
৩। অমিতাভ বচ্চন : বলিউড চলচ্চিত্রের ‘বিগ ড্যাডি’ বলা হয় তাঁকে, পরিচিত ‘বিগ বি’ নামেও। নজরকাড়া ব্যক্তিত্ব আর ভরাট গলার জন্য বিখ্যাত এই অভিনেতা ‘দ্য গ্রেট গ্যাটসবি’ চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন সম্প্রতি।
৪। মল্লিকা শেরাওয়াত : বিখ্যাত এই বলিউড ‘আইটেম গার্ল’ও চেষ্টা করেছেন হলিউডে সফল হতে। খুব বেশি সফল হতে না পারলেও আলোচনায় ছিলেন লম্বা সময়। ‘দ্য মিথ’ আর ‘হিসসস’ নামক দুটি হলিউড চলচ্চিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী।
৫। ওম পুরি : বলিউড চলচ্চিত্রে নিজের প্রতিভার প্রতিফলন দেখিয়েছেন অনেকবার। অভিজ্ঞ এবং মেধাবী এই অভিনেতা নিয়েছেন হলিউডের স্বাদও। ‘সিটি অব জয়’, ‘উলফ’ এবং ‘গোস্ট’ নামে তিনটি হলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন ওম পুরি।
৬। অনিল কাপুর : সময়ের সঙ্গে সব বদলে গেলেও, কেন জানি বদলান না অনিল কাপুর। চিরতরুণ এই অভিনেতা ব্যাপক সমাদৃত বলিউডে। অভিনয় করেছেন হলিউডেও। ‘স্লামডগ মিলিওনেয়ার’ আর ‘মিশন ইম্পসিবল ফোর’-এ স্বল্পস্থায়ী হলেও মনে রাখার মতো চরিত্র ছিল তাঁর।
৭। কবির বেদি : বলিউডের মতো একসময়ে হলিউডেও দারুণ জনপ্রিয় ছিলেন কবির বেদি। পৌরুষদীপ্ত চেহারা এবং ব্যক্তিত্বের জন্য হলিউডে তাঁর কদরও নেহাত কম ছিল না। অজস্র হলিউডি ছবি এবং টেলিভিশন সিরিজে কাজ করেছেন তিনি। জেমস বন্ডের ‘অক্টোপুসি’ ছবিতে খলচরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
৮। টাবু : ভারতীয় চলচ্চিত্রে অর্জনের খাতাটা বেশ বড় তার। যে কোনো চরিত্রের সঙ্গেই খুব সহজে মানিয়ে যান তিনি, যার খাতিরে সমালোচকদের পছন্দের তালিকায় বরাবরই এগিয়ে থাকেন তিনি। হলিউডের বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন টাবু, যার মধ্যে ‘লাইফ অব পাই’ আর ‘দ্য নেমসেক’-এ তাঁর চরিত্রগুলো ছিল বেশ গুরুত্বপূর্ণ।
৯। নাসিরুদ্দিন শাহ : উপমহাদেশের বিখ্যাত এই অভিনেতার দুটি কারণে বেশ নামডাক—প্রথমটি তাঁর অসাধারণ মেধা আর দ্বিতীয়টি বদমেজাজ! থিয়েটারে অভিনয়ে অভিষেক, সেখান থেকে নিজেকে নিয়ে গেছেন বলিউডের সর্বকালের সেরা অভিনেতাদের তালিকায়। অভিনয় করেছেন হলিউডেও। ‘দ্য লিগ অব এক্সট্রাঅর্ডিনারি জেন্টলম্যান’ চলচ্চিত্রে তাঁর অভিনয় মনে রাখার মতো।
১০। অনুপম খের : সম্ভবত বলিউড চলচ্চিত্রে সবচেয়ে জনপ্রিয় ‘পিতা’ অনুপম খের। ভারতীয় চলচ্চিত্র সংস্কৃতির প্রবাদপুরুষদের একজন হিসেবেও বিবেচনা করা হয় তাঁকে। অসংখ্য সুপারহিট বলিউড চলচ্চিত্রে অভিনয় করা অনুপম খের বাদ রাখেননি হলিউডও। ‘বেন্ড ইট লাইক বেকহাম’-এর কঠিন বাবা আর ‘সিলভার লাইনিংস প্লেবুক’-এ গুরুগম্ভীর মনোরোগ চিকিৎসকের চরিত্রে তাঁর অভিনয় ছিল নজরকাড়া।