ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যেসব সিনেমা দেখবেন আজ
বিশ্বের নানা দেশের সমসাময়িক ও শিল্পমানসম্পন্ন চলচ্চিত্রের মিলনমেলায় পরিণত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। উৎসব ঘিরে প্রতিদিন থাকছে রাজধানীর বিভিন্ন ভেন্যুতে চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলা। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে আজ শনিবার (১৭ জানুয়ারি) স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে ১৬টি দেশের ২২টি সিনেমা প্রদর্শিত হবে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর, প্রধান মিলনায়তন
এ মিলনায়তনে ছয়টি দেশের সাতটি সিনেমা দেখানো হবে। সকাল সাড়ে ১০টায় স্বল্পদৈর্ঘ্য বিভাগে মিসর, লাটভিয়া, রাশিয়ার ‘আমিনার গান’ সিনেমাটি পরিচালনা করেছেন এসাম হায়দার। সিনেমাটির দৈর্ঘ্য ১৫ মিনিট। দুপুর ১টায় নারী নির্মাতা বিভাগে চীনের লাইক অ্যা রোলিং স্টোন ১০৬ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি পরিচালনা করেছেন লিচুয়ান ইন। বিকেল ৩টায় রয়েছে স্বল্পদৈর্ঘ্যে সুইজারল্যান্ডের ‘দ্য গডস’। ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি পরিচালনা করেছেন আনাস সারিন। সন্ধ্যা ৫টায় রয়েছে এশিয়ান ফিল্ম কম্পিটিশনে কিরগিজস্তানের ‘কুরাক’। এটি পরিচালনা করেছেন এরকে ঝুমাকমাতোভা ও এমিল আতাগেলদিয়েভ। সিনেমার দৈর্ঘ্য ৯০ মিনিট। রাত ৭টায় রয়েছে বাংলাদেশ প্যানোরমা পূর্ণদৈর্ঘ্য বিভাগে বাংলাদেশের উড়াল। ১০০ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন জোবায়দুর রহমান। এ ছাড়া সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে ‘ত্রিনিদাদ’ ও ‘টোবাগোর লেন’ হ্যান্ড এবং আজারবাইজানের স্রষ্টারা-২ প্রদর্শিত হবে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর, সুফিয়া কামাল মিলনায়তন
এখানে সাতটি দেশের আটটি সিনেমা প্রদর্শিত হবে। সকাল সাড়ে ১০টায় শিশুতোষ বিভাগে রয়েছে বুলগেরিয়ার ‘চকলেট’। ১৫ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন অরলিন মিলচেভ। দুপুর একটায় রয়েছে নারী নির্মাতা বিভাগে রাশিয়ার ‘মাঙ্গা ডে’। ১৭ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন আন্দ্রেই ভাসিলিয়েভ। বিকেল ৩টায় রয়েছে এশিয়ান প্রতিযোগিতায় নেদারল্যান্ডসের ‘ক্রিকেট ড্রিমস’। ৭৮ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন জামিলা ভ্যান ডার হুলস্ট। সন্ধ্যা ৫টায় রয়েছে সিনেমা অব দ্য ওয়ার্ল্ডে জর্জিয়ার ‘স্যাটার্ন ইন ভেনাস’। ৫ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন আল্লা এলিসিভা। রাত সাতটায় রয়েছে ওপেন টি বায়োস্কোপ বিভাগে ভারতের ‘কক কক কোকুক’। ৬২ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন মহর্ষি তুহিন কাশ্যপ। পাশাপাশি কাফকা ইন লাভ, মারিয়ার নীরবতা ও উইথ গ্রেস প্রদর্শিত হবে।
শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন)
এ মিলনায়তনে পাঁচটি দেশের পাঁচটি সিনেমা প্রদর্শিত হবে। সকাল ১০ সাড়ে টায় রয়েছে অব দ্য ওয়ার্ল্ড বিভাগে ভারতের ‘বক্সি’। ১৪৩ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন ভরগব সাইকিয়া। দুপুর ১টায় রয়েছে ওপেন টি বায়োস্কোপে চীনের ‘নাইস ভিউ’। ১০৭ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন মুয়ে ওয়েন। বিকেল ৩টায় রয়েছে স্বল্পদৈর্ঘ্যের লিথুয়ানিয়ার ‘একটি জীবন্ত রূপকথা’। সন্ধ্যা ৫টায় রয়েছে ওপেন টি বায়োস্কোপে বাংলাদেশের ‘বিশ্বাস করেন ভাই!। ২১১ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন রাইসুল ইসলাম অনিক। এ ছাড়া রাশিয়ার চিরন্তন শীত প্রদর্শিত হবে।
আলিয়ঁস ফ্রসেজ
এ ভেন্যুতে তিনটি দেশের তিনটি সিনেমা প্রদর্শিত হবে। দুপুর ১টায় রয়েছে শ্রীলঙ্কার প্যান্ট্রাম। সিনেমাটি পরিচালনা করেছেন নাদিয়ে ওয়াসালামুদালিয়ারাচ্চি। বিকেল ৩টায় রয়েছে ফিলিপাইনের কোনো বাসো এবং সন্ধ্যা ৫টায় ভারত-পাপুয়া নিউগিনির ‘পাপা বুকা’ প্রদর্শিত হবে।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ মিলনায়তন
এখানে চারটি দেশের চারটি সিনেমা প্রদর্শিত হবে। বেলা ১১টায় রয়েছে ‘ক্রিকেট ড্রিমস’, দুপুর একটায় রয়েছে সিঙ্গাপুরের সিনেমা ‘আল আওদা’, বিকেল তিনটায় দেখানো হবে ইরানের ‘আমার নাম ফিসফিস করে বলো’ এবং সন্ধ্যা ৫টায় বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হবে।
লাবণী পয়েন্ট, কক্সবাজার সমুদ্রসৈকত
বিকেল ৪টা: পানিশমেন্ট (কাজাখস্তান); সন্ধ্যা ৬টা: নয়া মানুষ (বাংলাদেশ)।

বিনোদন ডেস্ক