ধর্ম যার যার উৎসব সবার : ন্যান্সি
দুর্গাপূজা উপলক্ষে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি ‘পূজা এলো’ নামের একটি গান গেয়েছেন। বিনা পারিশ্রমিকে গানটি গেয়েছেন তিনি। গানটির মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে গতকাল শুক্রবার। গান ও মিউজিক ভিডিওর পিছনের গল্প নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন ন্যান্সি।
প্রশ্ন : দেশের গান ও মাকে নিয়ে গান বিনা পারিশ্রমিকে গাওয়ার ঘোষণা অনেক আগেই আপনি দিয়েছিলেন। এখন কি ধর্মীয় উৎসবগুলোতেও বিনা পারিশ্রমিকে আপনি গান গাইবেন?
উত্তর : হ্যাঁ, আমি এখন থেকে ধর্মীয় ও যেকোনো সামাজিক উৎসবে বিনা পারিশ্রমিকে গান গাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একজন শিল্পী হিসেবে এটা আমি দায়িত্ব মনে করছি। ‘পূজা এলো’ গানটি গাওয়ার উদ্যোগ প্রথমে আমি আর আমার স্বামী মিলে নিয়েছি। তারপর আমাদের সিদ্ধান্ত গানটির গীতিকার স্নেহাশীষ ঘোষকে জানাই। স্নেহাশীষ খুব যত্ন নিয়ে গানটি লিখেছেন। গানটির সুর করেছেন মিলন এবং সঙ্গীতপরিচালনা করেছেন রেজওয়ান শেখ ও এমএমপি রনি। সবমিলিয়ে গানটি আমার কাছে ফাটাফাটি লেগেছে।
প্রশ্ন : ‘পূজা এলো’ গানের মিউজিক ভিডিওতে সর্বস্তরের অনেক তারকা উপস্থিত ছিলেন। এ ছাড়া আপনার স্বামী নাজিমুজ্জামান জায়েদ, ভাই সানি ও মেয়ে রোদেলাও মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। এ বিষয়ে কিছু বলুন।
উত্তর : ‘পূজা এলো’ গানটিতে কণ্ঠ দেওয়ার পর আমি নিজেই মিউজিক ভিডিও করার চিন্তা করি। আমি সাধারণত মিউজিক ভিডিওর মডেল হতে স্বাচ্ছান্দ্যবোধ করি না। কিন্তু এটা যেহেতু একটা উৎসবকে ঘিরে গান, তাই মিউজিক ভিডিও করার ইচ্ছে হয়। মিউজিক ভিডিওতে একটা পরিবারের পূজা পালনের উৎসব তুলে ধরা হয়েছে। তাই ভাবলাম আমার পরিবারের সদস্যরা থাকলে মন্দ হয় না। এটা যে খুব পরিকল্পনা করে করেছি বিষয়টা সেটাও নয়। হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছি। আর একটা কথা বলি, ভিডিওটিতে জয়ন্ত চট্টোপাধ্যায়, ফোয়াদ নাসের বাবু, ইমন সাহা, ফেরদৌস ওয়াহিদ, আগুন, ডলি সায়ন্তনি, ইমরান, ধ্রুব গুহ, মেহরাব, জুয়েল মোরশেদ, রনটি দাস, সন্দীপন, শাফায়েত, ব্যান্ড তারকা লিংকন (আর্টসেল), গীতিকার জাহিদ আকবর, জাফরুল্লাহ শারাফাত, মুশফিকুর রহমান গুলজার, ফিরোজ সাঁই, ফেরদৌস বাপ্পি, শিপন, জান্নাতুল পিয়াসহ যাঁরা ছিলেন তাঁদের মধ্যে অনেকেই পারিশ্রমিক নেননি। আমাদের ডাকে খুব সহজে তাঁরা সাড়া দিয়েছিলেন। সবাই খুব আনন্দ নিয়ে মিউজিক ভিডিওটির কাজ শেষ করেছিলাম।
প্রশ্ন : গান ও মিউজিক ভিডিওটি থেকে কেমন সাড়া পাচ্ছেন?
উত্তর : অনেক ভালো। আসলে ‘পূজা এলো’ গানের মিউজিক ভিডিওতে একটি মেসেজ দিতে চেয়েছি আমি। ধর্ম যার যার উৎসব সবার। এই মেসেজটাই মূলত সবার কাছে পৌঁছে দিতে চেয়েছি। সামনে ঈদকে ঘিরেও আমি গান গাইতে চাই।
প্রশ্ন : চলচ্চিত্রের প্লে-ব্যাকের কী খবর?
উত্তর : পরশু দিন তানিম রহমান অংশু পরিচালিত ‘স্বপ্নবাড়ি’ চলচ্চিত্রের জন্য একটি গানে কণ্ঠ দেব। আরো কিছু চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার কথাবার্তা চলছে।