১১ বছর পর রোলিং স্টোনসের নতুন অ্যালবাম
কনসার্ট আর পারফরম্যান্স যতই হোক, দীর্ঘদিন কোনো অ্যালবাম নেই। তাও তো প্রায় এক যুগের কথা। তবে এই হতাশা আর থাকছে না রোলিং স্টোনস ভক্তদের জন্য। কিংবদন্তি এই ব্যান্ডটি চলতি বছরের শেষ নাগাদ তাদের নতুন অ্যালবাম নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এনডিটিভির খবরে জানা গেল, বিখ্যাত কিছু মার্কিন ব্লুজ গায়কদের গানের কভার হতে যাচ্ছে এই স্টুডিও অ্যালবামটি।
মিক জ্যাগার, কিথ রিচার্ডস, রনি উড এবং চার্লি ওয়াটস মাত্র তিন দিনেই শেষ করেছেন এই অ্যালবামের কাজ! লন্ডনের ব্রিটিশ গ্রোভ স্টুডিওতে হয়েছে এই অ্যালবামের কাজ, যার নাম ‘ব্লু অ্যান্ড লোনসাম’। এর আগে ২০০৫ সালে অ্যালবাম প্রকাশ করেছিল ব্যান্ডটি, নাম ছিল ‘আ বিগার ব্যাং’।
নতুন এই অ্যালবামটিতে থাকবে বিখ্যাত কিছু ব্লু ঘরানার গান, যেগুলো অতীতে অনেক সময়ই পারফর্ম করেছে রোলিং স্টোনস। হাওলিন’ উলফ, উইলি ডিক্সন, জিমি রিড, এডি টেইলর এবং লিটল ওয়াল্টারের গাওয়া এই গানগুলো রোলিং স্টোনস নিবেদন করতে চাচ্ছে শ্রদ্ধা হিসেবেই।
ব্রিটিশ রক ঘরানার সংগীতে আমেরিকান ব্লুজের প্রভাব ছিল উল্লেখ করার মতো। ষাটের দশকের শেষদিক এবং সত্তরের দশকের গোড়ার দিকে ক্রিম, লেড জ্যাপেলিন এবং ফ্লিটউড ম্যাকের শিল্পীদের দেখা যায় এই ঘরানায় প্রভাবিত হতে। ১৯৬২ সালে গঠিত রোলিং স্টোনসও ছিল এই দলের অন্তর্ভুক্ত।
বিখ্যাত এই ব্যান্ডটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে তাদের নতুন অ্যালবামের খবর। এ জন্য ভক্তদের খুব বেশি দেরিও করতে হবে না। ডিসেম্বরের ২ তারিখে মুক্তি পেতে যাচ্ছে ‘ব্লু অ্যান্ড লোনসাম’।

ফিচার ডেস্ক