স্নিগ্ধজিতের গানে অধরার নতুন করে ফেরা
‘গানটি এতো জনপ্রিয়তা পাবে আমি কল্পনাতেও ভাবিনি। সাধারণ মানুষ গানটিকে নিজেদের করে নিয়েছে এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি অবাক হয়েছি।’, বলছিলেন অভিনেত্রী অধরা খান। আগামী ২ জুন মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত চলচ্চিত্র সুলতানপুর। এই সিনেমায় অভিনয় করেছেন অধরা। এছাড়াও সাঞ্জু জন ও ফারুক সুমন অভিনয় করেছেন। সিনেমাটি সীমান্ত এলাকার সংস্কৃতির ওপর নির্ভর করে নির্মিত হয়েছে।এই সিনেমায় ‘জান রে’ নামের গানটি...
সর্বাধিক ক্লিক