খালাতো ভাইকে বিয়ে করেছিলেন, স্বীকার করলেন পরী মণি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। এক দশকের ক্যারিয়ারে তার ব্যক্তিজীবনকে জড়িয়ে গুঞ্জনের শেষ নেই। এ নিয়ে বিভিন্ন সময় ব্যাপক সমালোচনার মুখেও পড়েন তিনি। কিন্তু কোনো কিছুই পরোয়া করেন না এ নায়িকা।বিয়ে এবং প্রেম নিয়েও তিনি অনকেবার সংবাদের শিরোনাম হয়েছেন। অভিনয়ে ক্যারিয়ার গড়ার আগে পরী মণি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। তবে এ বিষয়টি কখনো কথা বলেননি পরী। তবে এটি নিয়ে গণমাধ্যমে অনেকবার...