এনটিভির ঈদ আয়োজনে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনব্যাপী এ আনন্দ আয়োজনে দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানমালা। জেনে নিন আজ শুক্রবার এনটিভির পর্দায় কী কী আয়োজন থাকছে।
আজ শুক্রবার সকাল ৮টায় ধারাবাহিক নাটক: লিভিং লিজেন্ড। পর্ব ০১। রচনা ও পরিচালনা: মাইদুল রাকিব। সকাল ৮টা ৩০ মিনিটে আড্ডা ও গেম শো: বাপ কা বেটা। উপস্থাপনা: নাবিলা। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান। অংশগ্রহণে: সোহেল আরমান, ইরেশ যাকের ও রজত কৃষ্ণেন্দু। সকাল ৯টায় একক নাটক: ফরগেট মাস্টার। রচনা: মেজবাহ উদ্দীন সুমন। পরিচালনা: জুবায়ের ইবনে বকর। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, পীরজাদা হারুন, শওকত আল মামুন প্রমুখ। সকাল ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি: নবাব। পরিচালনা: জয়দীপ মূখার্জী ও আব্দুল আজিজ। অভিনয়ে: শাকিব খান, শুভশ্রী গাঙ্গুলী, রজতাভ দত্ত, অমিত হাসান, সব্যসাচী চক্রবর্তী, খারাজ প্রমুখ।
দুপুর ২টা ৩০মিনিটে টেলিফিল্ম: বিবেক। রচনা ও পরিচালনা: মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে: ফজলুর রহমান বাবু, মাহিমা, আরশ খান প্রমূখ। বিকেল ৫টা ১০ মিনেটে বিশেষ সঙ্গীতানুষ্ঠান: আমাদের গান। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা। শিল্পী: হৈমিন্তী রক্ষিত দাশ, রাজিব, লায়লা, মিলন
মাহমুদ, সাদিয়া লিজা, ঝিলিক, সাগর বাউল, শফি মন্ডল, নিশি শ্রাবনী, আশিক, আলাউদ্দীন, অনন্যা আচার্য্য, প্রমি, রাফাত শাহরিয়ার, দীপা, সানজিদা রিমি, শারমিন আক্তার, আয়েশা জেবিন দীপা, দীপ্র, দূর্জয় বড়ুয়া প্রমুখ।
সন্ধ্যা ৬টা ৫ মিনিটে নৃত্যানুষ্ঠান: পাঁচ রঙে অপু। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান। অংশগ্রহণে: অপু বিশ্বাস। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক: লিভিং লিজেন্ড। পর্ব ০২। রচনা ও পরিচালনা: মাইদুল রাকিব। অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, হাসান মাসুদ, শহীদুল আলম সাচ্চু, মনিরা আক্তার মিঠু, শামীমা নাজনীন, মাহমুদুল ইসলাম মিঠু, ওয়ালিউল হক রুমি, মম মোর্শেদ, কাজী উজ্জ্বল, সেমন্তি সৌমি, ডন, নীলা ইসলাম, ববি, জেবা জান্নাত, শাকিলা পারভীন, সামান্তা পারভেজ প্রমুখ। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক: লাস্ট নাইট। রচনা ও পরিচালনা: রাকেশ বসু। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, তানজিম সাইয়ারা তটিনী প্রমুখ।
রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক: প্যানিক হাজবেন্ড। রচনা: ফাহরিয়ান চৌধুরী তন্ময়। পরিচালনা: এস আর মজুমদার। অভিনয়ে: মোশাররফ করিম, মীম চৌধুরী প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক: লাভ মেডিসিন। রচনা: মানব মিত্র। পরিচালনা: মুরসালিন শুভ। অভিনয়ে: নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। রাত ১২টা ২০মিনিটে বিশেষ সঙ্গীতানুষ্ঠান: আমাদের গান। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা।