এনটিভিতে আসছে নাটক ‘মামলা মতিন’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/15/naattk_chbi.jpg)
রহিম সুমনের পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘মামলা মতিন’। নাটকটির শুটিং হয় পূবাইল, গাজীপুরসহ দেশের বিভিন্ন লোকেশনে।
রহিম সুমনের পরিচালনায় প্রথমবার অভিনয় করেছেন রওনক হাসান ও নিশাত প্রিয়ম। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারেক মাহমুদ, জুলফিকার চঞ্চল, আশরাফ কবীর, মোহাম্মদ রফিক, আনোয়ার হোসেন, মো. আলমগীর, মোহাম্মদ মোতালেব, নিথর মাহবুব, রুবেল শংকর, দোলন আজিজ, মুন্নী তালুকদারসহ আরও অনেকে।
নাটকের কাহিনীতে বলা যায়, যাঁর গ্রামে জন্ম হয়নি সে পৃথিবীর আসল সৌন্দর্য দেখেনি। কিন্তু অপূর্ব সুন্দর এই গ্রামে কিছু মানুষ আছে অসুন্দর। তাদের অসুন্দর ছায়া গ্রামের সাধারণ মানুষের জীবনযাপনে নেতিবাচক প্রভাব বিস্তার করে। তেমনই অসুন্দর একজন মানুষ মতিন। সবাই চেনে মামলা মতিন নামে। এই মামলা মতিনকে ঘিরেই নাটকটির কাহিনী আবর্তিত। যার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অভিনেতা রওনক হাসান।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/08/15/naattk_chbi_2.jpg)
রশিদুর রহমান রচিত নাটকটির চিত্রগ্রহণ করেছেন মমিন হোসেন, সম্পাদনা ও রং বিন্যাস আলমগীর মুন্সি এবং আবহসংগীত করেছেন অন্তু গোলন্দাজ। নাটকটি ১৮ আগস্ট রাত সাড়ে ৯টায এনটিভিতে প্রচার শুরু হবে। মামলা মতিন টেলিভিশন দর্শকদের ভিন্নমাত্রার স্বাদ দেবে বলে জানিয়েছেন নির্মাতা।