হিমু আকরামের সিনেমায় স্বস্তিকা, চঞ্চল চৌধুরীর না!
কলকাতার স্বস্তিকা মুখার্জি নায়িকা হচ্ছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরীর। নভেম্বরেই শুরু হবে সিনেমার শুটিং, প্রযোজক বাংলাদেশের। খবর বলতে এতটুকুই ছেপেছে আনন্দবাজার পত্রিকা।
খবরে স্বস্তিকার সম্মতি মিললেও, বিভ্রান্তিতে আছেন চঞ্চল চৌধুরী। চঞ্চলের ভাষ্য, ‘অনেকেই তো প্রস্তাব দেয় কাজের। কথাও হয়। সাম্প্রতিক সময়েও কলকাতার ৮-১০ জন নির্মাতার সঙ্গে কথা চলছে। কিন্তু কারও সাথে ফাইনাল হয়নি কিছুই। এমনকি আনন্দবাজারের মতো পত্রিকা এমন একটি খবর ছাপলো, সেখানেও কোনও তথ্য নেই। আমাকেও তারা কিছু জিজ্ঞেস করেনি। ফলে আমি নিজেই আসলে বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম এখন! আমি আর স্বস্তিকা আসলে কোন নির্মাতার সিনেমা করছি? গল্পটাই বা কেমন!’
তবে এনটিভি অনলাইনকে এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানাচ্ছে, নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমা পরিচালনা করছেন নাট্য পরিচালক হিমু আকরাম। প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এরই মধ্যে কলকাতায় গিয়ে স্বস্তিকার সঙ্গে চুক্তি সেরেছে প্রযোজনা প্রতিষ্ঠান। আর সিনেমাটির জন্য চঞ্চল চৌধুরী সম্মতি জানায়নি এখনও, আপাতত না বলে দিয়েছেন তিনি।
যদিও এ প্রসঙ্গে এখনই কোন আনুষ্ঠিক মন্তব্য করতে চায় না প্রযোজনা প্রতিষ্ঠান।