গল্প লেখা হচ্ছে ‘জওয়ান ২’ সিনেমার, থাকছেন না বিজয় সেতুপতি
 
মুক্তির মাত্র চারদিনে যে রেকর্ড গড়েছেন বলিউড বাদশাহ তা নেই আর কোন ভারতীয় তারকার। শাহরুখ ঝড়ে ‘জওয়ান’ সবচেয়ে কম সময়ে বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি আয় করেছে আর তাঁর পরপর দুটি সিনেমার ৫০০ কোটির বেশি আয় করেছেন।
এমন সফলতার মাঝে নতুন খবর, ‘জওয়ান ২’ সিনেমার কাজ শুরু করেছেন পরিচালক অ্যাটলি কুমার। তবে সেখানে থাকছেন না সিনেমায় খলনায়ক তামিল সুপারস্টার বিজয় সেতুপতি। বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল কইমই ডট কম এক বিশেষ প্রতিবেদনে এমন দাবি করছে।
এক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নিশ্চিতভাবে ‘জওয়ান ২’ আসছে আর সেটা দ্রুততম সময়ে। সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, এরই মধ্যে অ্যাটলি তাঁর লেখককে দ্রুত গল্প সাজাতে বলেছেন। আর এই ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী শাহরুখ খান।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘জওয়ান ২’ সিনেমায় নয়নতারা ও দীপিকা ব্যতীত অন্যান্য মহিলা প্রধানরা একই ভূমিকায় থাকবেন কিন্তু সিক্যুয়েলে বিজয় সেতুপতি থাকছেন না।

 
                   বিনোদন ডেস্ক
                                                  বিনোদন ডেস্ক
               
 
 
 
