অভিনেতা ইলিয়াস কাঞ্চনের প্রথম ধাপের রেডিওথেরাপি সম্পন্ন
বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের জনপ্রিয় অভিনেতা এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন সুদূর লন্ডনে। সম্প্রতি জানা গেছে, তার প্রথম ধাপের কেমোথেরাপি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে।
অভিনেতা ইলিয়াস কাঞ্চন এখন তার একমাত্র মেয়ে ইসরাত জাহানের লন্ডনের বাসভবনে অবস্থান করছেন। তার জামাতা আরিফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, "আলহামদুলিল্লাহ, আপাতত উনার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। ছয় সপ্তাহের রেডিওথেরাপি শেষ হয়েছে। আরও চার সপ্তাহ তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।"
আরিফুল ইসলাম আরও জানান যে, ডিসেম্বরের শেষ দিকে অভিনেতার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা পাওয়া যাবে।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কিংবদন্তি এই অভিনেতাকে লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে ভর্তি করা হয়। পরবর্তীতে, ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। তার দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে ভক্ত--অনুরাগীরা প্রার্থনা করছেন।

বিনোদন ডেস্ক