ইলিয়াস কাঞ্চনের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন কনকচাঁপা

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রবক্তা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। গেল মাসে খবরটি গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই এই তারকাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন শিল্পী, পরিচালক, প্রযোজক থেকে সাধারণ ভক্তরা।
এবার এই নায়কের সার্বিক সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দেশবাসীর কাছে দোয়ার আরজি জানালেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে কনকচাঁপা লিখেছেন, ‘বাংলাদেশের কিংবদন্তি অভিনয়শিল্পী, চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ভাই ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।` আমি তাঁর সার্বিক সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া করি ও দেশবাসীর কাছে দোয়ার আরজি জানাচ্ছি।’
তিনি লেখেন, ‘কাঞ্চন ভাইয়ের মতো সামাজিক দায়বদ্ধতা সম্পন্ন দক্ষ একজন সংগঠক ও বর্ষীয়ান অভিনেতা দেশের সম্পদ। আমাদের প্রাণান্তকর প্রত্যাশা, তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন।’
বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। সেখানে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়, তবে পুরোটা অপসারণ করা সম্ভব হয়নি ঝুঁকির কারণে। এখন তিনি নিচ্ছেন রেডিয়েশন ও কেমোথেরাপি-‘টার্গেট থেরাপি’।