অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদ মারা গেছেন
না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিঊন)।
তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। এ ছাড়াও তাঁর বেশ কয়েকজন সহকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে লিখেছেন।
রওনক হাসান বলেন, ‘মগবাজার কমিউনিটি হাসপাতালে তারেক ভাই না ফেরার দেশে চলে গেছেন! তাঁর আত্মার শান্তি হোক।’
প্রয়াতকে নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস অভিনেতা সিদ্দিকুর রহমান লিখেছেন, ‘‘আমার খুব প্রিয় মানুষ ছিল তারেক ভাই। আমার নাটকে আমার একটি প্রিয় চরিত্র করেছিলেন তিনি নাটকের নাম ‘গফুরের বিয়ে’। চরিত্রের নাম ছিল আলতা পাগলা। বাস্তবে আলতা চরিত্রটি আমার পরিবারের একজন সদস্য আমার কাকা। সবাই তাকে আলতা পাগলা বলে ডাকে।’’
সিদ্দিকুর লেখেন, ‘চরিত্রটি যখন তাকে বুঝিয়ে বললাম, এমনভাবে সে করেছিল তাঁর ভেতরে আমি আমার কাকাকে দেখেছিলাম। তারেক ভাই শক্তিমান অভিনেতা ছিলেন। কিন্তু এই দেশ ও জাতি তাকে কতটা চিনতে পেরেছিল জানি না। কারণ বর্তমান অভিনেতাদের সহজে চেনা দুষ্কর।’
তিনি লেখেন, ‘অবশেষে শুধু বলবো, এই মানুষটা ভালো অভিনয় করতো। আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমাদের সহকর্মী সম্পর্কে নির্দ্বিধায় বলতে পারি, এই মানুষটা একজন ভালো মানুষ ছিল। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’