শ্যামল-মমর ‘সেলুলয়েড’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/24/522-1700739775.jpg)
পরীক্ষিত দুই অভিনয়শিল্পী শ্যামল মাওলা ও জাকিয়া বারী মম ‘সেলুলয়েড’ নাটকে জুটি বাঁধছেন। যেটি নির্মাণের দায়িত্বে আছেন তানিম রহমান অংশু। এরইমধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির শুটিং।
শ্যামল মাওলা বলেন, ‘জীবন ঘনিষ্ঠ গল্পের নাটক। কোনো নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে আটকে রাখতে চাই না। সব সময় দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি। বৈচিত্র্য আছে, এমন গল্পে কাজ করতে চাই। ঠিক তেমনই একটি গল্পের নাটক ‘সেলুলয়েড’ আশা করি নাটকটি ভালো লাগবে দর্শকদের।’
মম বলেন, শ্যামলের সাথে এর আগে অনেক কাজ হয়েছে। গল্পটা চমৎকার। আমরা চেষ্টা করেছি পর্দায় নিজেদের চরিত্রটা সঠিকভাবে উপস্থাপন করতে। আর অংশু ভাইয়ের নির্মাণও আমার ভালো লাগে। সবমিলিয়ে আশা করছি ভালো লাগবে দর্শকের।
শ্যামল-মমর ‘সেলুলয়েড’ নাটকটি আগামী ৭ ডিসেম্বর সন্ধ্যায় ‘গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা’ ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।
গানচিলের হেড অব অপারেশন্স লুৎফর হাসান জানান, কোভিড ও নানান জটিলতায় বেশ কিছুদিন বিরতির পর ফের সরব হচ্ছে গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা। । বেশ কয়েকটি নাটকের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। জীবনের অব্যক্ত নানান কথা বেরিয়ে আসবে গানচিলের প্রতিটি গল্পে।