ভোটের পর নতুন সিনেমায় রিয়াজ, নায়িকা মম
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/02/19/riaz_momo.jpg)
অভিনেতা রিয়াজ আহমেদ ও জাকিয়া বারী মম। ছবি : সংগৃহীত
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে আলোচনায় ছিলেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ। ভোটের ফল পক্ষে না গেলেও সমালোচনা পাশ কাটিয়ে নতুন কাজে ফিরছেন এ নায়ক।
পরিচালক অনন্য মামুনের ‘রেডিও’ সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন রিয়াজ। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন জাকিয়া বারী মম। দুজনই আগামীকাল চুক্তিবদ্ধ হবেন।
আজ শনিবার দুপুরে এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সিনেমাটির শুট শুরু হবে।
সিনেমাটির গল্প মুক্তিযুদ্ধের সময়ে মানুষের জাগরণ নিয়ে। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনাকে কেন্দ্র করে একটি গ্রামের কিছু মানুষের ঘটনা নিয়ে সাজানো হয়েছে সিনেমা।
তবে এই সিনেমা প্রসঙ্গে তাৎক্ষণিক কোনও মন্তব্য জানাতে চাননি রিয়াজ।