কনকা সেরা পরিবারে কুইজ খেলে রেফ্রিজারেটর জিতলেন ফারুক হোসেন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/02/konka.jpg)
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজন করেছে রিয়েলিটি শো ‘কনকা সেরা পরিবার’ সিজন-২। প্রতি শনিবার ও রোববার রাত সাড়ে ৯টায় এই রিয়েলিটি শো সম্প্রচার হচ্ছে এনটিভিতে। আয়োজনে থাকছে মজার সব খেলা, কুইজ প্রতিযোগিতাসহ আরও অনেক কিছু।
গত ৩০ ডিসেম্বর প্রচারিত হওয়া ১ম পর্বের টিভি কুইজ উত্তরদাতার পুরস্কার জিতেছেন যশোরের শার্শা উপজেলা কলেজের সহকারি অধ্যাপক মো: ফারুক হোসেন ফরহাদ। টিভি দর্শকদের জন্য দেয়া কুইজে সঠিক উত্তর দিয়ে তিনি জিতে নিয়েছেন কনকার সৌজন্যে কনকা রেফ্রিজারেটর।
ফারুক হোসেন ফরহাদ পুরস্কার জিতে জানিয়েছেন, ‘আমি ধন্যবাদ জানাই এনটিভি ও কনকাকে, পরিবার কেন্দ্রিক এমন একটি সুন্দর আয়োজনের জন্য। টিভি দেখে পুরস্কারের জেতার যে ব্যবস্থা করা হয়েছে এই রিয়েলিটি শোতে সেটা আমাকে মুগ্ধ করেছে।’
উপহারটি ফারুক হোসেন ফরহাদের হাতে তুলে দেন মিডিয়া কম লিমিটেড এর সুমন কুমার দাস ও রুহুল আমীন, এনটিভির সেলস এন্ড মার্কেটিং বিভাগের গৌতম দাস ও অসীম কুমার দাস এবং অনুষ্ঠানটির পরিচালক জাহাঙ্গীর চৌধুরী ও মো: নুরুজ্জামান।
দেশের যে কোনও প্রান্ত থেকে এই রিয়েলিটি শোর প্রতি পর্বের টিভি কুইজে অংশে নিয়ে পুরস্কার জিতে নিতে পারবেন যে কেউ। তো আর দেরি কেন?