পরিচালকদের পড়াশোনা করতে বললেন অ্যালেন শুভ্র
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/16/allen_shubhro.jpg)
টিভিপর্দার অন্যতম সম্ভাবনাময়ী অভিনেতা অ্যালেন শুভ্র কেন কাজে অনিয়মিত?
এমন প্রশ্নে এই অভিনেতা গণমাধ্যমকে যেমনটা জানিয়েছেন, আমি একেবারে অনিয়মিত তা নই। কাজ করে যাচ্ছি। আগে ২০দিন করলে এখন ১০দিন করছি। আশা করছি আগামীতে কাজ আরও বাড়বে।
জানিয়েছেন, নাটক কম করলেও থিয়েটারে সময় দিচ্ছেন তিনি। বর্তমান নাটকে ভিউ প্রাধান্য দেওয়া নিয়ে বিরক্ত অ্যালেন শুভ্র।
জানালেন, আমি নিজেও বেশি বেশি কাজ করতে চাই। কিন্তু আমি জানিনা এখনকার প্রযোজকরা কাদের নিয়ে কাজ করে। তবে যারা কাজ করছে তাদের জন্য শুভকামনা। সত্যি বলতে আগের মতো আমি স্ক্রিপ্ট পাই না। যেমন বাবার জুতা, বিকেল বেলার পাখি স্ক্রিপ্ট কী ছিল! এসব কাজগুলো আমার পছন্দের স্ক্রিপ্টের। কিন্তু এখন অনেকে ভিউ এর পিছনে দৌড়াচ্ছে। শ্বশুর কেন রংবাজ, ছাদ ভেঙে শাশুড়ির মাথায় পড়লো, জামাই বউসহ এসব স্ক্রিপ্ট পাই।
অ্যালেন শুভ্র বলেন, এসব ফালতু স্ক্রিপ্টে আমি কাজ করতে চাইনা। আমার একটা বাতিক আছে, যে চরিত্র একবার করে ফেলেছি সেটা আর করতে চাই না। কিন্তু বাংলাদেশের অধিকাংশ পরিচালকদের সমস্যা হচ্ছে, যে ক্যারেক্টার একবার মানুষ পছন্দ করে পরিচালকরা সেই ক্যারেক্টার নিয়ে লাফালাফি শুরু করে। ‘সুড়ঙ্গ’ মুভিতে চোর ক্যারেক্টার মানুষ পছন্দ করলো। ওই চোর ক্যারেক্টার দিয়ে নাটক বানাচ্ছে আরো দশটা। আসলে এরা অশিক্ষিত।
পরিচালকদের উদ্দেশ্যে অ্যালেন বলেন, আপনারা পড়াশোনা করেন। পড়াশোনা করলে দেখবেন ভালো গল্প ও ক্যারেক্টার বেরিয়ে আসবে। কিন্তু এসব না করে তারা কয় টাকা আয় করলো আর কয় টাকা সরানো যাবে, সেই চিন্তা নিয়ে আছে। অনেকেই বলে শিডিউল নিয়ে পিছনে ঘুরতে হয়। কিন্তু আমি ডিরেক্টর ভাইদের বলতে চাই, আপনারা ভালো স্ক্রিপ্ট ও চরিত্র নিয়ে আসেন। আর্টিস্টদের জন্য অপেক্ষা করা লাগবে না। তারাই কাজের জন্য ফোন দেবে।